'দীঘলরাতের শেষে' দেশ ছাড়িয়ে কাতারে।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৮ মার্চ, ২০১৬, ০৯:০৫:০৫ রাত



'দীঘলরাতের শেষে' 'ইনভেলাপ পাবলিকেশন্স' থেকে প্রকাশিত আমার প্রিয় কবি সাংবাদিক 'কাশফুল সাহিত্য' সম্পাদক জনপ্রিয় প্রবাসী কবি মোহাম্মদ এনামুল হক'র কাব্যগ্রন্থ ‘দীঘলরাতের শেষে'। কাব্যগ্রন্থটি হাতে পেয়ে অনেক অনেক আনন্দিত হলাম। কাব্যগ্রন্থে কবি জীবনের বিভিন্ন বিষয়কে কাব্যিক ভাষায় উপস্থাপন করেছেন। কবি ভাইয়ে সরল চিন্তার মানুষ। যাকে আমরা বলি, মাটির মানুষ। কাব্যগ্রন্থটি পড়ে বুঝতে পারি, প্রাকৃতিক নিয়মকে আত্মস্থ করা এবং এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে, তাকে গ্রহণ করে উন্নত জীবনগড়া। যাকে আমরা বলতে পারি, অসাধারণ চিন্তা। অসাধারণ চিন্তার মধ্যে থাকে মানুষের কল্যাণ, মানুষের জীবন ব্যবস্থা। মানুষের মননের উৎকর্ষতা। সেই অসাধারণ বিষয়গুলো সাধন করে, কবির কবিতার পরতে পরতে বিদ্যমান করেছেন। কবিভাইয়ের লেখাগুলো সরল। কবি নিজেও সরলজীবনে অবগাহন করেন বলে মনে হয়। সরলজীবনে অবগাহন করা মানে চোখবন্ধ করে বসে থাকা নয়। উনার বই যে সমাজের অন্ধকার দিকগুলো দেখে তার প্রমাণ পেয়েছি কাব্যরসে। যেমন নিপুণ শব্দের কারুকাজে এঁকেছেন ব্যর্থতার কথা, এঁকেছেন পাওয়া না পাওয়া, সুখ-দুঃখ, হাসি-আনন্দ ও সোনালী সাফল্যের অমীয় বাণী।

বইটির পাঠক প্রিয়তা ও সুন্দর সাফল্য কামনা করি। সাথে প্রচার এবং প্রসার কামনা করছি।

শিল্পী আফসার নিজাম'র আঁকা প্রচ্ছদ ও বোর্ড বাঁধাইয়ে ৩ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ৭৫ টাকা মাত্র।বইটি চট্টগ্রাম, ফেনী ও রাজশাহীর বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাবে। বইটি কুরিয়ারে পেতে যোগাযোগ করুন- 01686850266 এই নম্বরে।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361847
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
আফরা লিখেছেন :
বইটির পাঠক প্রিয়তা ও সুন্দর সাফল্য কামনা করি। সাথে প্রচার এবং প্রসার কামনা করছি।আমীন ।'

আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২৭
299862
আবু তাহের মিয়াজী লিখেছেন : কষ্টকরে পড়ার জন্য আপুজিকে ও শুভেচ্ছা নিরন্তর।
361850
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : টাকা দিয়ে কিনতে পারবোনা, এইরকম ইনটারনেটে পড়তে ভালই লাগে, টাকা লাগেনাতো তাই।

মাটির কবি সম্পর্কে জেনে ভালই লাগলো।

আর হ্যাঁ, আপনি কিন্তু নিয়মিত হবেন।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২৯
299866
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান, বই হাতে নিয়ে পড়ার মজাই আলাদা।।
ইন শা আল্লাহ্‌ নিয়মিত থাকবো।
জাজাকাল্লাহ
361855
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৩৪
বাকপ্রবাস লিখেছেন : দীঘলরাতের শেষে
হাতে কবে আসে
সে আশায় আছি
বই নেব বাঁকিতে
পড়ে নেব ফাঁকিতে
থাকি কাছাকাছি
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৪৪
299874
আবু তাহের মিয়াজী লিখেছেন : কোন কথানেই,টাকা দিতে হবে না। চলে আসবেন সাথে 'প্রবাসের গল্প' বই ও পাবেন।
361877
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৬ রাত ০৪:০৪
300166
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও অশেষ ধন্যবাদ, প্রিয় ভাইজান
361887
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৪২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম
আমরাও বইটির পাঠক প্রিয়তা ও সুন্দর সাফল্য কামনা করি। সাথে প্রচার এবং প্রসার কামনা করছি। Day Dreaming Day Dreaming Day Dreaming
Praying Praying Angel
১২ মার্চ ২০১৬ রাত ০৪:০৬
300167
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম, লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
জাজাকাল্লাহ
366729
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File