--------ফুলদানি

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১০ অক্টোবর, ২০১৮, ০৩:৪২:৩৭ দুপুর



সারা বাগান খুঁজে খুঁজে

আনলাম একটা ফুল,

ফুল চিনিতে করিনি আমি

এতোটুকু ও ভুল।



ফুলের পাপড়ির মুগ্ধ ঘ্রাণে

হৃদয় যে ব্যাকুল,

ফুলটি এখন কোথায় রাখি

ভেবে না পাই কুল।।



ফুলটি যখন হাতে নিয়ে

করতে ছিলাম নীরবতা,

রেখে দিলাম ফুলদানিতে

ছড়িয়ে পড়লো শুভ্রতা।



ফুলটি এখন আমায় ছেড়ে

অনেক দূরে থাকে,

সকাল বিকেল রাত দুপুরে

আমায় শুধু ডাকে।

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385945
১০ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:১৭
ফখরুল লিখেছেন : মাশাআল্লাহ
385948
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর করে মনের ভাবনাকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
385951
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেই ফুলটি আপনার পথ চেয়ে সবসময় থাকে।
385956
১০ অক্টোবর ২০১৮ রাত ০৮:১৫
কুয়েত থেকে লিখেছেন : ফুলদানিতে না রেখে হাতেই যদি রেখে দিতেন তখন আপনাকে ছেড়ে যেতইনা কোন দিকে। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File