Thumbs Up Beeচলুন ঘুরে আসি কাতারে। Thumbs Up Bee

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৩:২৬ দুপুর



রাতের ছবি পারস্য সমুদ্র তিরে

আমার সাথেই চলুন, আজ আপনাদের পারস্যদেশীয় দেশ কাতারে ঘুরাতে নিয়ে যাবো, একটু নড়েচড়ে বসেন। পরিবারের সাথে এখন আলাপ করবেননা। আরে রাখেন-রাখেন ব্যাগ গোছাতে হবেনা।আজকাল নেটে বসেই সারা দুনিয়াময় ঘুরা যায়।কাজি নজরুল ইসলামের কবিতা পড়েছিতো আমরা ( থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে)আমি ও আজ আপনাকে নিয়ে চললাম নেটের মাধ্যমে কাতারে।





যা বলছিলাম, ছোট্ট একটা দেশ কাতার। দেশটির প্রায় তিনদিকেই সমুদ্র। এখানে কোন গ্রাম নেই, দেশের পুরোটাই শহর। কাতার একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূ-পৃষ্ঠস্থ কোন জলাশয় নেই, তাই প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশির ভাগ লোক শহরে, বিশেষ করে রাজধানী দোহা শহরে বাস করে। কাতারের আমীর হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। শহরের বাইরে যা আছে, তা আমীরদের বংশানুক্রমিক বাগান, খামার। এই সব বাগানে খেজুর ছাড়াও আঙ্গুর, আপেল, কমলা, খারবুজা, আরো অনেক ফল-এর চাষ হয়। এখানে প্রচুর লেবু গাছ হয়, আর গাছগুলোতে অসংখ্য লেবু ধরে, ঠিক বাংলাদেশের “কাগজী” লেবুর মতই খোশাটা পাতলা, রস-এ ভর্তি। আর দেখা যায় বরই গাছ। আর কাঁচা-পাকা-শুকানো সব রকমের খেজুরই খেয়েছি। সে এক অসাধারন স্বাদ। বাংলাদেশে যা যায়, তা’ কিছুটা হলেও প্রক্রিয়াজাত। তাই ঐ খেজুরের স্বাদ থেকে এই খেজুরের স্বাদ অনেক ভিন্ন।





দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। এই দেশে যত শ্রমিক কাজ করতে দেখা যায় কেউই কাতারী নয়, সবাই ভীনদেশী। কাতারীরা খুব আয়েশী জীবন যাপন করে। নতু মডেলের গাড়ি আসলেই হলো, কেনা চাই।এখানে কড়া আইনের শাষণ চলে, তাই কোন রকমের অপরাধ নেই বললেই চলে। শহরাঞ্চল ছিমছাম, গোছানো, সুন্দর।

২০২২সালের ফুটবল খেলার জন্য আরো অনেক কাজ হাতে নিয়েছেন দেশটির আমির।









বিষয়: বিবিধ

২৭২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305900
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪১
আবু জান্নাত লিখেছেন :
পারস্যদেশীয় দেশ কাতারে


কথাটি বুঝতে পারি নাই।
ভালো লাগলো, জাযাকাল্লাহ খাইর
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৫
247554
আবু তাহের মিয়াজী লিখেছেন : পারস্যদেশ বলতে পারস্য সমুদ্রকুলে অবস্থিত কাতার দেশটি।

মন্তব্য করার জন্য অসং্খ ধন্যবাদ।
305906
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৫
সিটিজি৪বিডি লিখেছেন : ফ্রিতে ঘুরে এলাম। এবার চা খাওয়ান।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৭
247556
আবু তাহের মিয়াজী লিখেছেন : খালি চা না, আপনি চলে আসেন আরো অনেককিছু পাবেন। কমরের ব্যাথা কেমন এখন।
305907
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩০
হতভাগা লিখেছেন :
''কাতারীরা খুব আয়েশী জীবন যাপন করে। নতুন মডেলের গাড়ি আসলেই হলো, কেনা চাই। ''


০ আশে পাশের মুসলমান দেশগুলো যুদ্ধে জর্জরিত , না খেয়ে আছে আর উনারা আছেন লাক্সারী নিয়ে !

এরা কি আদৈ মুসলমান ?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৮
247557
শেখের পোলা লিখেছেন : এ বিষয়ে আমিও আপনার সাথে৷ এরা যদি মুসলমান হত তবে এত আয়েশী না হয়ে প্রতিবেশীর খোঁজ নিত৷
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৩
247559
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই,আমার জানামতে কাতারিরা সাহায্যার্থে অনেক দেশে টাকা পাঠায়।

আর আমাদের দেশের মানুষের কাছে এতটাকা থাকলে তাদের ভাবসাব যে কেমন হত,,,,,,,,

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন অবিরত,,,,,,,,
305944
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
মু নূরনবী লিখেছেন : থ্যাংকু...
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৫
247560
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও থ্যাংকস।
ভালো থাকবেন অবিরত,,,,,,
305971
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেড়াতে চাইনা। কাতার যেতে চাই!!
দেশে চাকরি নাই। পেট চলে না!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৯
247563
আবু তাহের মিয়াজী লিখেছেন : দোয়াকরি মহান আল্লাহ্‌, আপনার জন্য একটা সুন্দর ব্যাবস্থা করেদিন।আমিন।।

305973
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : আপনার ছোট্ট বিবরণেই বোঝা যায় দেশটি ছোট৷ তাতে একটা সুবিধা আছে অন্যান্ন অ্যরাবিয়ান বাদশাদের চাইতে কেয়ামতে এদের বোঝাটা একটু হলেও হাল্কা হবে৷ ছবিগুলো সুন্দর৷ধন্যবাদ৷
305988
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৭
আওণ রাহ'বার লিখেছেন : খুব ভালো লাগলো তবে নিচের ছবিটা কিন্তু আমার ঈদের সালামি Love Struck Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File