৩০ লাখ শহীদ?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ নভেম্বর, ২০১৪, ১১:০৩:৩০ রাত

৩০ লাখ শহীদ?

আসুন ১৯৭১ এর ২৫ শে মার্চ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত কয় দিন হয় হিসাব করি।

২৫ শে মার্চ ১৯৭১ থেকে ৩১শে মার্চ=৭ দিন

এপ্রিল=৩০ দিন

মে =৩১দিন

জুন=৩০দিন

জুলাই=৩১দিন

অগাস্ট=৩১দিন

সেপ্টেম্বর=৩০দিন

অক্টোবর=৩১দিন

নভেম্বর=৩০দিন

ডিসেম্বর১-১৫=১৫দিন

---------------------------------------------------

সর্বমোট ২৬৬দিন।

৩০লাখ/২৬৬=১১২৭৮(দিনে বারহাজার শহীদ)

একদিনে কি ১১২৭৮ জন নিহত হয়েছে?

মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ ও রাজাকার সংখ্যা জানতে চায় আজকের এই প্রজন্ম।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281855
০৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৫ বছরের বেশি সময় ধরে চলা দ্বিতিয় বিশ্বযুদ্ধে ৬ কোটি মানুষ মারার যাওয়ার দাবি করা হয়। তবে এর বড় অংশই নিম্চিত নয়।যেমন ৬০ লক্ষ ই্হুদি হত্যার যে দাবি করা হয় তার মধ্যে দশ লক্ষও এখনও প্রমানিত হয়নি। আবার দ্বিতিয় বিশ্বযদ্ধের সময় চট্টগ্রাম ও ফেনিতে যে হাজার খানেক মানুষ জাপানি বোমা বোমাবর্ষনে নিহত হয় তাদের কোন হিসাব নাই। যেখানে বিমান আক্রমন এবং ভারি কামান ব্যাবহার করা হয়নি সেখানে এই পরিমান মৃত্য সম্ভব নয়।
রাজাকারের সংখ্যা ৫০০০০ এর মত এই বাহিনি গঠন করা হয় আগষ্ট মাসে। এর সাথে ছিল কয়েক ব্যাটালিয়ন মুজাহিদ বাহিনি। ১৩০০০ সদস্যের ইষ্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স তথা ইপক্যাফ। ভালনারেবল পয়েন্ট ফোর্স এবং ইন্ড্রাস্ট্রিয়াল প্রটেকশন ফোর্স নামে দুটি বাহিনি যার সদস্য ছিল ১৫০০ করে। এছাড়া পুলিশ ছিল প্রায় ১৬০০০ যারা স্বাধিনতার পর ও চাকরি করে গেছে নিরাপদে। প্রসঙ্গত রাজাকার বাহিনির স্বয়ংক্রিয় অস্ত্র ছিল ২৭৫ টি লাইট মেশিনগান এবং ৩৯০ টি ষ্টেনগান।
তথ্যসুত্র জেনারেল নিয়াজির আত্মজিবনি।
281864
০৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৩
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার বিশ্লেষন।

দিনে ১২০০ জন মরছে কিনা সন্দেহ।
281870
০৭ নভেম্বর ২০১৪ রাত ০১:০৫
কইবো কথা বাসর রাতে লিখেছেন : এগুলা নিয়া প্রশ্ন তোলার মানেই হলো খাটি রাজাকার
281872
০৭ নভেম্বর ২০১৪ রাত ০১:০৯
মামুন লিখেছেন : সংখ্যায় কি আসে যায়? একজন মানুষকেও যদি অনযায় ভাবে মারা হয়ে থাকে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিচার হতে হবে প্রকৃত অপরাধীর। '৭১ এ যে মানুষ মারা হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তবে কারা কারা মেরেছে, সেটার প্রমাণ সাপেক্ষে বিচার হওয়া উচিত এবং একজন নির্দোষ মানুষেরও যদি ভুল বিচারে ক্ষতি করা হয়, সেটিও কাম্য নয়।
ধন্যবাদ আপনাকে।
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৮
225479
কাহাফ লিখেছেন :
বিষয়টা বিতর্কিত শুরু থেকেই! রাজনৈতিক ফায়দা লাভের আশায় কেউ বিষয়টা ক্লিয়ার করে না! সংখ্যাটা ত্রিশ লক্ষ নয় তা নিশ্চিত!

শ্রদ্ধেয় মামুন ভাইয়ের মন্তব্যের সাথে সহমত পোষণ করছি আমিও!Good Luck Good Luck
281898
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলাচ
282139
০৮ নভেম্বর ২০১৪ রাত ১২:০৪
আবু সাঈদ লিখেছেন : ভালো লাগলো
282862
১০ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
নাছির আলী লিখেছেন : এখানে সংখাটা যাইহোক তারা বাংঙালিদের উপর অত্যেচার জুলোম করছে।বর্তমানে কিছু ভারতপন্থী লোক পাকিস্হানি চরিত্র নিয়ে বাংঙালি সেজে মানুষের উপর অত্যেচার শুরু করছে কাউ কে রাজাকার বানিয়ে আবার কাউকে জংঙী বানিয়ে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File