যে ইতিহাস নিরবে কাঁদে! প্রজা শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান! কবি রবী ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে স্মৃতি (ধারাবাহিক চলবে.....)

লিখেছেন লিখেছেন বিবেক ০৮ মে, ২০১৪, ০১:৫৭:৪৫ দুপুর



কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বাংলা ভাষার কবি, নোবেল প্রাইজ প্রাপ্ত কবি। বাংলাভাষার প্রতি তাঁর অবদান সীমাহীন। প্রতিটি শিক্ষাবর্ষে তাঁর কবিতা পড়ে বড় হয়েছি। ছোট গল্প রচয়িতা হিসেবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর হাজারের মাঝে অন্যতম। কবি রবীর গান আরেক কবি সুফিয়া কামালের কাছে ছিল এবাদত তুল্য...। বাংলাসাহিত্যের প্রতি তাঁর দান, তাঁর সাহিত্য সম্ভার অতুলনীয়।

তারপরও কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানুষ এবং একজন ভারতীয়। তাঁর লিখিত গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বিগত ৪০ বছর ধরে চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি ও জমিদার। তিনি তাঁর লেখা আমার ছেলেবেলাতে লিখেছেন, পেটের খিদে, গায়ের জ্বর তাঁকে কখনও আক্রান্ত করেনি। বহু চেষ্টা করেও তিনি শরীরে সর্দি লাগাতে পারেন নি। খিদের অনুভূতির জন্যে না খেয়ে পালিয়েছেন, তবে বাঁচতে পারেননি; দাদীর কারণে। একটু জ্বর বা সর্দি আসার জন্যে বেশীক্ষণ পুকুরে থেকেছেন। সর্দি-জ্বর তো আসেই নি উল্টো দাদী কবিরাজ ঢেকে নাতীর চিকিৎসা করাতেন। সোনার চামচ মুখে জন্ম নেয় কবির জমিদারী ছিল বর্তমান বাংলাদেশের পাবনা-শাহজাদপুর অঞ্চলে। তাঁর প্রজারা প্রায় সবাই ছিলেন মুসলিম, গরীব ও অশিক্ষিত। ১৪ই নভেম্বর ১৯১৩ সালে কবি সাহিত্যে নোবেল পুরষ্কার অর্জন করেন। নোবেল পুরষ্কার প্রদান নিয়ে পরবর্তীতে বহু বিতর্ক শুরু হয়; ইদানীং কালেও নোবেল পুরষ্কার নিয়ে বিতর্ক চলে; তবে রবী ঠাকুরের পুরষ্কার দিয়েই এই পুরষ্কার বিতর্কের অপ যাত্রা শুরু হয়। তারপরও তিনি আমার মায়ের ভাষার কবি, আমাদের জন্য গৌরব ও জাতির অহংকার।

তিনি সাহিত্যে নোবেল পেয়ে দুনিয়া-ব্যাপী পরিচিতি পেয়েছেন। আশ্চর্য হতে হয় সাহিত্যে নোবেল পাওয়ার পরও তিনি তাঁর প্রজাকুল শিক্ষিত হোক তা মনে প্রাণে চাইতেন না। যার কারণে তিনি তাঁর প্রজাকুলের অচ্ছুত সন্তানদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে দূরের কথা, ন্যুনতম একটি প্রাথমিক বিদ্যালয় দেওয়ার গরজও অনুভব করেননি! ঠাকুর নিজে বলেছেন, তাঁর সকল প্রজারা খুব প্রভু ভক্ত, সরল ও সোজা প্রকৃতির। বঙ্কিম চন্দ্র লিখেছেন, “রবী ঠাকুর তাঁকে বলেছেন, ঠাকুরের প্রজারা খু্বই ভাল, কোন হট্টগোল করেনা, যথা সময়ে খাজনা পরিশোধ করে, তারা প্রভুকে প্রভূত ইজ্জত করেন"। তিনি আরো বলেছেন, 'মুসলমানেরা তাদের পয়গম্বরকে যেভাবে ইজ্জত করে, জমিদার কবি রবী ঠাকুরকেও সেভাবে ইজ্জত করে'। কথাটি বঙ্কিমের উদ্ধৃতি, রবী ঠাকুরের নয়। কথার সত্য মিথ্যার দিকে না গিয়েও বলা যায়; প্রজারা ঠাকুরকে মনে প্রাণে ইজ্জত করতে কুণ্ঠিত হতেন না এটা প্রমাণিত; তবে ঠাকুর প্রজা কূলের শিক্ষার জন্য সামান্য কিছু করেছেন, তিল পরিমাণ অবদান তাঁর জমিদারীর কোথাও দেখা যায় না! চলবে..............

বিষয়: বিবিধ

২৬৭৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218981
০৮ মে ২০১৪ দুপুর ০২:১৩
গেরিলা লিখেছেন : মাইনাস
০৮ মে ২০১৪ দুপুর ০২:৩৩
166900
বিবেক লিখেছেন : কারে মাইনাস! আমারে না ওনারে?
219015
০৮ মে ২০১৪ দুপুর ০৩:৪২
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো। তার মত মানব পৃথিবীর ইতিহাসে বিরল।
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪১
166954
বিবেক লিখেছেন : বাংলাদেশীরা যেমন বিরল তিনিও বিরল!!!!!
219033
০৮ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
নীল জোছনা লিখেছেন : রবীন্দ্রনাথের কবিতা পড়ে মজা পাই। আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪২
166955
বিবেক লিখেছেন : মুখস্থ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
219087
০৮ মে ২০১৪ বিকাল ০৫:২৫
অনেক পথ বাকি লিখেছেন : তার মত মানব পৃথিবীর ইতিহাসে বিরল। অনেক ধন্যবাদ । পিলাচ ।
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪২
166956
বিবেক লিখেছেন : মুখস্থ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
219102
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
আঁধার কালো লিখেছেন : রবীন্দ্রনাথের কবিতা পড়ে মজা পাই। ভালো লাগলো । ধন্যবাদ ।
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪২
166957
বিবেক লিখেছেন : মুখস্থ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
219108
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪৭
আবু জারীর লিখেছেন : কাবি সাহেব নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও আদাজাল খেয়ে বিরোধিতা করেছে!
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
166989
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : হটাৎ করে বেনিয়া ইংরেজদের মুসলিম প্রীতির কারন কি? মা'র চেয়ে মাসির দরদ বেশি??
219130
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বাঙার কবি, বাঙালির রবি, বিশ্বকবি.........

দুর হ পাকি.........
219132
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : রবীন্দ্রনাথ আমাদের শিল্প-সাহিত্যে, রবীন্দ্রনাথ আমাদের মননে, রবীন্দ্রনাথ বাঙালির অস্তিত্বে।
জন্মদিনে শুভেচ্ছা।
০৮ মে ২০১৪ রাত ০৯:৫৫
167005
চিরবিদ্রোহী লিখেছেন : আরেকটা কথা বলতে ভূলে গেছেন,
"রবীন্দ্রনাথ পশ্চিমাপ্রেমি দালালদের দালালীতে, রবীন্দ্রনাথ ইংরেজদের তলাচাটাদের চাটুকারীতে।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File