পুড়িয়ে এবং ডুবিয়ে মানুষ মারার মত প্রাণঘাতী মরণ খেলা বন্ধ করুন।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৩:০৫ বিকাল

বিরোধী জোটের অবরোধে রাজপথ ও রেলপথে নাশকতার পর এবার নৌ-পথে লঞ্চ-ফেরি ডোবানোর নির্দেশ দেয়া হচ্ছে বলে নিজের কাছে তথ্য থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাননীয় প্রধানমন্ত্রী, এমন নির্দেশ দেয়ার মত সাহসী নেত্রী বাংলার জমিনে একমাত্র আপনিই আছেন যার প্রমাণ আমরা আপনার বক্তৃতা বিবৃতির মাধ্যমে অনেকবার শুনেছি এবং আপনার কর্মীরা তা বাস্তবায়ন করেও দেখিয়েছে।

ইতিপূর্বে আপনার প্রকাশ্য নির্দেশ জাতি শুনেছে কিন্তু আজকের তথ্য শুনে জনগণ এটাকে আপনার হিডেন নির্দেশ বলে ধারণা করছে। এমন হিডেন নির্দেশে দেশবাসী শঙ্কিত।

দয়া করে পুড়িয়ে এবং ডুবিয়ে মানুষ মারার নোংড়া খেলা বন্ধ করুন। হ্যা, আপনাকেই তা করতে হবে কারণ, বৈধ হোন আর অবৈধ হোন আপনিই এখনও দেশের প্রধান চরিত্র।

জানি, জাতির প্রতি আপনার আক্রশ আছে তাই বলে খেটে খাওয়া সাধারণ মানুষের উপর এমন প্রতিশোধ নিবেন না।

বিশ্বাস করুন সাধারণ মানুষ আপনার পিতৃ হত্যার জন্য দায়িনা। তারা আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসে যেমন ভালোবাসে মা-বাবা তাদের সন্তানদের।

বিরক্ত হয়ে মা বাবাও সন্তানকে অনেক সময় বকা দেয় বদ্দোয়া করে কিন্তু সেটা মনের কথা না। সে জন্যই মা-বাবার বদ্দোয়া আল্লাহর দরবারে কবুল হয়না।

৭২-৭৫ এর অব্যবস্থাপনা, দুর্ভিক্ষ আর বাকশালী শাসনের জন্য দেশের খেটে খাওয়া মানুষ আপনার পরিবারের প্রতি, পিতা মাতার মত স্নেহাস্পদ বদ্দোয়া করেছিল কিন্তু সে বদ্দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তা হয়ত তারা বুঝেনি, বুঝলে বাংলার খেটে খাওয়া মানুষেরা হয়ত না খেয়ে মরে যেত, মাছ ধরার জাল পরিধান করত, ডাস্টবিনের খাবারের জন্য কুকুরের সাথে লড়াই করত, বমি খেত কিন্তু আপনার বাবাকে বদ্দোয়া দিতনা।

প্রিয়, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে দেশের মুটে মজুর জেলে তাতী কামার কুমার তথা খেটে খাওয়া মানুষকে পুড়িয়ে এবং ডুবিয়ে মারের কর্মসূচী বন্ধ করুন।

যদি বলেন ওগুলো আন্দোলনকারী বিরোধী দলের কাজ তার পরেও আপনার দায়িত্ব জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব পালন করা।

আপনি যদি সে দায়িত্ব পালনে ব্যার্থ হন তাহলে জনগণের মুখ ফসকে আবারও বদ্দোয়া বেড়িয়ে যেতে পারে আর তা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনার প্রতিবন্ধী সন্তানের কি হবে ভেবে দেখেছেন কি?

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File