পুরোনো কমেন্ট প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন সম্পাদক ২১ অক্টোবর, ২০১৪, ০৪:৩৭:১৯ বিকাল
প্রিয় ব্লগার,
সাইটের টেকনিক্যাল প্রবলেমের কারণে পুরনো কিছু পোষ্টের মন্তব্যে আপাতত সরানো হয়েছে, মুছে দেওয়া হয়নি। টেকনিক্যাল প্রবলেম দূর হলে আবার সেসব মন্তব্যগুলো দেখা যাবে। টুডের সাথে থাকার জন্য ধন্যবাদ
ধন্যবাদান্তে,
সম্পাদক
বিষয়: বিবিধ
২৪৭৮ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার্তা পাঠানোর অপশন নিয়ে আশা।
ব্লগ পোস্টে (+) (-) রেটিং চালু করা।
প্রতি দিন একটি পোস্ট স্টিকি করা।
ম্যাগাজিন পেইজে নির্বাচিত ব্লগ গুলকে হাইলাইট করা।
জাতীয় ইস্যুতে প্রতিযোগিতার ব্যাবস্থা করা।
ব্লগ সাইট থেকে চলে যাবার পরও যেন লগইন থাকে সেই সিস্টেম করা।
ব্লগ কতৃপক্ষের
প্রতিঃ
বার্তা পাঠানোর
অপশন নিয়ে আশা।
ব্লগ পোস্টে (+) (-)
রেটিং চালু করা।
প্রতি দিন
একটি পোস্ট
স্টিকি করা।
ম্যাগাজিন
পেইজে নির্বাচিত
ব্লগ গুলকে হাইলাইট
করা।
জাতীয় ইস্যুতে
প্রতিযোগিতার
ব্যাবস্থা করা।
ব্লগ সাইট
থেকে চলে যাবার পরও
যেন লগইন থাকে সেই
সিস্টেম করা।/সহমত ফখরুল ভাই/মডু আঙ্কেলের চক্ষুগোচর করার আহবান জানাচ্ছি
কমেন্ট এর সাথে কিছু মু্ল্যবান তথ্য ও হারিয়ে যায়!
পরিশেষে সম্পাদক সমীপে আবদেন,
দয়া করে, গালিবাজ ও কুসংস্কারাচ্ছন্ন ব্লগারবৃন্দকে সতর্ক করুন । কারণ মুক্তচিন্তা ও শুভ বুদ্ধির চর্চা না করে তার কুসংস্কার, গোড়ামী ও কুপমন্ডুকতা প্রচার করার সাথে সাথে তারা দলবদ্ধভাবে এই ব্লগ সাইটে সাধারণ ব্লগার এবং মুক্তচিন্তা ও শুভ বুদ্ধির চর্চাকারী লোকদের গালি-গালাজ ও কুরুচিকর কথা বলার পাশাপাশি হত্যার হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে ।
বিনীত
মোহাম্মদ ফখরুল ইসলাম
বার্তা পাঠানোর অপশন নিয়ে আশা।
ব্লগ পোস্টে (+) (-) রেটিং চালু করা।
প্রতি দিন একটি পোস্ট স্টিকি করা।
ম্যাগাজিন পেইজে নির্বাচিত
ব্লগ গুলকে হাইলাইট
করা।
জাতীয় ইস্যুতে প্রতিযোগিতার
ব্যাবস্থা করা।
ব্লগ সাইট
থেকে চলে যাবার পরও
যেন লগইন থাকে।
সেই সিস্টেম করা।/সহমত ফখরুল ভাই/মডু আঙ্কেলের চক্ষুগোচর করার আহবান জানাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আপনাদের সর্বাংগীন কুশলতা কামনা করছি মুহতারাম বৃন্দ........
দয়া করে বলবেন কি : আপনারা কাদের পোস্ট নির্বাচিত তালিকায় যুক্ত করে থাকনে ?
দয়া করে বলবেন কি : স্টিকি হওয়ার মতো পোস্ট লেখার জন্য আমার মতো লোকদের কোন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে ?
দয়া করে বলবেন কি : ব্লগ সাইট পরিচালক বা সম্পাদক হওয়ার সর্বোত্তম যোগত্যা কি ?
এব্যাপারে অনেকেই অনেক বার অনেক কিছু বলেছে।
দেখা যাক কি হয়!!!
মন্তব্য করতে লগইন করুন