"বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
লিখেছেন লিখেছেন সম্পাদক ২২ মার্চ, ২০১৪, ০৯:৩৫:১৯ সকাল
প্রিয় ব্লগার,
আপনারা জেনে খুশি হবেন যে,
"বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কার আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি। পুরস্কার বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে আবারো অভিনন্দন। টুডের সাথেই থাকুন।
মোট ১০ জন ব্লগারকে পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্য তিনজন এখনো ঠিকানা না পাঠানোয় পুরস্কার পাঠানো সম্ভব হয়নি, ঠিকানা পাঠালে তাদেরকেও পুরস্কার পাঠানো হবে। বাকী ৭ জনের পুরস্কার ইতিমধ্যে তাদের ঠিকানায় পৌঁছে গেছে।
বি। দ্রঃ প্রিয় মা প্রতিযোগিতার পুরস্কার শীঘ্রই বিজয়ীদের হাতে পৌছে যাবে ইনশাল্লাহ।
সম্পাদক, ২১/০৩/২০১৪
বিষয়: বিবিধ
২৯০৬ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত জায়গায় গ্যাঞ্জাম লাগাইলাম, কতজনরে আচাঁইছ্যা বাশঁ দিলাম। কিন্তু আমার কপালে এক্কান পুরুষ্ককার ঝুটলো না। সমস্ত পুরুস্কার রুমিও জুলিয়েট'র কাহিনী লিখিয়েদের দিয়ে দিলো। এমন বে-হুরমতি, এমন না-মাহরুম কান্ড কারবার আর কত সহ্য করণ যায়?
আমি চেয়েছিলাম--সবাই তা পড়ে নিজেদের ভুল বানানও ঠিক করুক। কারণ আমাদের বানান ভুল খুব বেশী হয়ে থাকে। বিশেষ করে বাংলা একাডেমীর কিছু পণ্ডিতের দরুণ।
তারা ই-কার ঈ-কারের বারোটা বাজালেও (বিশেষতঃ বিদেশী শব্দে) কিন্তু ''শহীদ'' বা ''শহীদদিবস'' এবং বাংলা একাডেমীর '' একাডেমী'' বানান কিন্তু ঠিকই রেখেছে।
মানুষ মাত্রেই ভুল হতেই পারে--আমিও তার ওপরে নই। এটা ধরিয়ে দেয়া যেমন ভালো তেমনই টা সংশোধন করে নেয়াও উদারতার লক্ষণ। ধন্যবাদ
প্রতিযোগিতার স্থলে ছিলো ''প্রতিযোগীতা'' এবং বিতরণ ছিলো ''বিতরন''।
মন্তব্য এডিট করা ঠিক নয়--এই ক্ষমতা আছে বলে এডিট করে বিভ্রান্তি তৈরি করা যায়।
কিন্তু আমরা যারা টুডে ব্লগের প্রথম প্রতিযোগীতা "মা" এর বিজয়ী এমন কি অপরাধ করলাম কোন কিছুই পেলাম না। যদিও আজ এক বছর পেরিয়ে গেছে। মাননীয় সম্পাদক এ ব্যাপারে কিছু জানাবেন কি ?
বিয়ে শাদীর প্রতিযোগিতা আয়োজনের হৈ চৈ'র মাঝে "মা" এর কথা সবাই বেমালুম ভুইল্যা গেছে।
কিন্তু আমরা যারা টুডে ব্লগের প্রথম প্রতিযোগীতা "মা" এর বিজয়ী এমন কি অপরাধ করলাম কোন কিছুই পেলাম না। যদিও আজ এক বছর পেরিয়ে গেছে। মাননীয় সম্পাদক এ ব্যাপারে কিছু জানাবেন কি ?
(সিকদার ভাইয়ের জিজ্ঞাসার আওয়াজকে ভারী করতে তার সাথেই কণ্ঠ মিলিয়েছি)
আগেরবার ছোটখাটো যেসব ভুল-ত্রুটি হয়েছিল এবার নিশ্চই সেসব হবেনা। মডারেটররা শুধরে নেবেন। বিসমিল্লাহ বলে লিখে ফেলুন।
টু ডে ব্লগের হেড মাস্টারের মাথায় বুদ্ধি আছে।
আমিও দেখি এরকম ব্লগাইতে পারি কিনা।
তয়, পুরস্কারের নিশ্চয়তা না পেলে কিন্তু আমি নাই।
মন্তব্য করতে লগইন করুন