বাবার কষ্ট সন্তান তখনি বুঝতে পারে যখন সে বাবা হয়।

লিখেছেন লিখেছেন চাঁদ রাত ০১ আগস্ট, ২০১৯, ০৭:৫৮:০৮ সকাল

বাবা, মাথার ঘাম পায়ে পলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে খাইয়ে পরিয়ে আমাদেরকে বড় করে। মায়ের পাশাপাশি সন্তান লালন-পালনে বাবার অবদান কোন অংশে কম নয়। এই পৃথিবীতে কারো ভালো কেউ প্রছন্দ করতে চায় না। (কারো কল্যানকামি কেউ না) নিঃস্বার্থ মানুষ যদি থেকে থাকে- একমাত্র শিক্ষক আর একজন পিতাই চায় 'তুমি আরো বড় হও'। জীবনের শেষ রক্তবৃন্ধু দিয়ে হলেও চেষ্টা করে সন্তানের ভবিষ্যৎ উজ্জল করার জন্য। বট বৃক্ষের মত ছায়া দিয়ে রাখেন সব সময়। তাদের দুঃক্ষ, কষ্ট, চেষ্টা-সাধনা সেটি হয়তো আমরা বেঁচে থাকতে বুঝতাম না। তাদের কষ্টটা আমরা তখনি বুঝবো যখন আমরা সন্তানের পিতা হবো। সে বাবা আমাদের কোন আচরনে যেন কষ্ট না পায়। অ-সম্মান যেন না হয়। বাবা তোমাকে হারিয়েছি আজ কতটা বছর গত হয়ে গেল। তোমার কথা আর ভালো উপদেশ গুলি এখনো ভূলে যাইনি। তুমি থেকো জান্নাতে পরম শান্তিতে। "রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা"। আমীন.....

বিষয়: বিবিধ

৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File