বিধ্বস্ত হৃদয় "নাদিরা শিমু"

লিখেছেন লিখেছেন নাদিরা শিমু ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৩:২৩ রাত

★ এখানে আমার ইচ্ছা গুলো দুধর্ষ সন্ত্রাসী। আমার স্বপ্নগুলো ঘৃনিত রাজাকার। এখন অমূল্য সম্ভাবনাকে মনে হয় ভয়ঙ্কর জঙ্গী। কেমন এক দূর্বোধ্য বিরহে পুড়তে পুড়তে আমি হত্যা করি দারুন সব ইচ্ছে। ফাঁসিতে ঝুলিয়ে কিংবদন্তী স্বপ্ন। অবহেলায় নষ্ট করি আগামীর সম্ভাবনা।

প্রিয়তম তুমি আসো না বলে।

★ হুটার বাজিয়ে একে একে স্বপ্নরা এসে নিয়ন্ত্রণে আনতে চায় পরিস্থিতি। বিবেকের কাটগড়ায় যদিও বা হেরে যায় অসময়ের মৃত্যু। কিন্তু আমার ভিতরে এখন বাস করে কোন নিমর্ম স্বৈরাচার।

★ নগরে দূভিক্ষ দেখা দিলে বিভিন্ন সংস্থা ত্রান পাঠায় কিন্তু হৃদয়ে বিরহ দাবানল হয়ে গেলে ও কোন প্রেমিক প্রেম পাঠায় না।

★ প্রিয়তম সেদিন ও ব্যাপক সংঘর্ষ বেধেছিলো এখানে যাপিত জীবন এবং অনিচ্ছায় আহুত মৃত্যুর সাথে। যেদিন তুমি চলে গিয়েছিলে, ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণে থমথমে পরিবেশ -আমার হৃদয় হয়ে ওঠে এক অশুদ্ধ নগরীতে।

বিষয়: বিবিধ

৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File