অচিন স্বপ্নব্যথা ও একটি পুতুল কাব্য

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ২৯ আগস্ট, ২০১৬, ১১:৪৬:৫৩ সকাল

চার বছর পর পুতুল কে দেখলাম।

বিয়ে বাড়ির হৈচৈ এর মধ্যে কেবল চোখে চোখ পড়ল।কার বিয়ে হচ্ছে এটা বুঝতে পারলাম না।মনে হল পুতুলের কোন আত্নীয়ের বিয়ে।

কিন্তু আমি এখানে কেন?

এই প্রশ্নের উত্তর নেই।

দূর থেকে দেখলাম।কোন কথা হল না।

একবার মনে হল ইস,একটু যদি কথা বলা যেত।আবার মনে হল, না। কথা বলা উচিত হবেনা।

যেহেতু ও আমাকে ছেড়ে গিয়েছে আমি কেন যাব কথা বলতে?

পিছুটান থাকতে নেই।

আমিতো অনেক আগেই ওকে ভুলে গিয়েছি।তবে কথা বলতে ইচ্ছে করছে কেন?

আবার অতীতে হারিয়ে গেলাম।ইচ্ছে করছে খুব।যাইনা একটু কথা বলে আসি।

সেই চোখ।সেই মুখ।চেহারা অনেকটা মলিন হয়েছে।নীল শাড়ীতে এই শ্রাবনে আরো আকর্ষনীয়া আমার পুতুল।হ্যা আমারি তো।

তবে একসময় ছিল।আজ হাহাকার আছে পুতুল নেই।হটাত দেখে চমকে উঠার মত।বুকে ধুপধুপ শব্দ হচ্ছে।বিয়ে বাড়িতে আমার চোখ দুটো শুধু যেন তাকেই খুজছে।

একটু যদি কথা বলতে পারতাম।

চলে আসার সময় গেটের সামনে আবার দেখা হল।কথা হলনা।কিছুটা পথ পেরিয়ে রিক্সা দাড়া করালাম।সামনে এসে অপেক্ষা করলাম।কিন্তু এপথে আসেনি।

না বলা কথাগুলি বুকের ভেতরেই গুমরে কেঁদে চলল।

হঠাত মায়ের ডাকে ঘুম ভাঙল।

স্বপ্ন দেখছিলাম।

.

ভোর রাত থেকে ঝুম বৃষ্টি হচ্ছে।

পুতুল আমার অতীত।একটা সময় ছিল যখন আমি ছিলাম পুতুলের অতীত।খুব রিক্সায় চড়তে পছন্দ করত পাগলিটা।আমার একটা রিক্সা কেনার কথাও ছিল।

এই নগরীর বৃষ্টিকালীন সৌন্দর্য্য অনেক দেখেছি দুজন একসাথে।তবে রিক্সা চালানো হয়নি।পুতুলের গান শোনা হয়নি।বৃষ্টির দিনে এমন সন্ধ্যা আমাদের আসেনি। আমি রিক্সা চালাচ্ছি,আর পিছনে বসে গলা ছেড়ে গাইছে পুতুল-

মন হারাবার আজ বেলা

পথ ভুলিবার খেলা-মন চায়

হ্নদয় জড়াতে কারো চির-ঋনে

আজি ঝর ঝর মুখরো বাদল দিনে!!

বৃষ্টিবিলাসী সেই পাগলির স্বপ্ন পূরন হয়নি।একদিন ঝড়ের বেগে আমার জীবনে আসা।আবার তার দ্বিগুন ঝড় তুলে একদিন চলে যাওয়া।মাঝের তিন বছর আমার স্বপ্ন পথের যাত্রী হয়েছিল। অসংখ্য অতৃপ্তির স্মৃতির জন্মদেয়া পুতুল আজ অতীত।

.

সকালের সেই স্বপ্নটা মাথা থেকে কিছুতেই নামছেনা।

ব্রেক-আপের পর প্রথম দিকে প্রায়ই ওকে স্বপ্নে দেখতাম।ঘুম থেকে উঠেই প্রতিদিন কাঁদতাম। আজো খুব কাদতে ইচ্ছে করছে।একবার দেখতে ইচ্ছে করছে।

কিছুস্বপ্নের ঘোর কাটতে চায়না।মানুষ চাইলেও পারেনা।একমাত্র স্বপ্নের উপরেই মানুষের কোন প্রভুত্ব নেই।নিজের ইচ্ছেমত দেখা যায়না।ইচ্ছেমত ভোলা যায়না।

ঘুমিয়ে দেখা স্বপ্ন জেগে উঠার পরেই অনেক দূরের মনে হয়।

আজ হঠাত পুতুল কে খুব দেখতে ইচ্ছে করছে।

মনে হচ্ছে স্বপ্নে ভাল করে দেখতে পারিনি।

কেন একটু কথা বলতে পারলাম না।কেন ঘুমটা ভাঙল।স্বপ্ন ভেংগে যাবার পরের সময়টা শুয়ে শুয়ে স্বপ্নের কথা ভাবতে সবারি ভাল লাগে।

আরেকটু ঘুমিয়ে স্বপ্নটা বাড়ানো যায় কিনা কয়েকবার চেষ্টা করলাম।হল না।মা'র উপর খুব রাগ হচ্ছে।

বাইরে বৃষ্টি বেড়ে চলেছে।রাস্তায় পানি জমে গিয়েছে।

ছোট ছোট বাচ্ছাগুলো সেই পানিতে জলকেলিতে মগ্ন।মনের আকাশেও বৃষ্টি বেড়েছে।গুমরে মরা মন আজ বৃষ্টিতে ভিজতে চাচ্ছে।পুতুল সাথে থাকলে মন্দ হত না!

.

সৈকত,তুই এখনো শুয়ে আছিস।কলেজে যাবিনা আজ?

না মা।আজ যাবনা।

.

যাই, পুতুল কে নিয়ে বৃষ্টিস্নান করে আসি।অচিন স্বপ্নে।

............................................

টংগি

২৮/০৮/১৬

বিষয়: সাহিত্য

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File