কবিতা-৬ : নীল দরিয়ায় লোহিত ধারা

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ মে, ২০১৫, ০৯:০১:৪০ রাত

রক্তপান তো স্বৈরাচারীর চিরাচরিত কুঅভ্যাস

পুরোপুরি কুক্ষিগত শয়তানেরই অনুগত দাস।

পবিত্রভুমি মিশরে আজ নব্য ফেরাউন আল্সিসি

সে তো মস্তখুনী, ছদ্মবেশী দখলদার ইয়াহুদী!

পাইকারী দরে ঘোষণা করে বিনাশী মৃত্যুদণ্ড

টিকিয়ে রাখতে অবৈধ গদি দেয় হুঙ্কার-দম্ভ!

আরব বসন্তের সিপাহ্সালার মুরসী বিজয়ী বীর

ষড়যন্ত্রের কাছে নোয়াবে না কখনো উচ্চশির।

আল্লাহর নবী মুসারে যেমন ফেরাউন রামেসিস,

মানসপুত্রদের রয়েছে গেছে তেমনি কিছু বীজ।

যুগে যুগে ফেরাউনদের হয় করুণ পরিণতি!

ইসলামের তারা করতে পারে না কোন ক্ষতি।

ফাঁসির নাটক আঙ্গুলের ইশারায় চলে আদালতে

আল্লাহর সৈনিকরা সদা শাহাদাতের পিয়ালা হাতে।

বিশ্ব মুসলিম কই গেলি আজ জানাও প্রতিবাদ,

নইলে প্রমাণ হবে তোরাও ফেরাউনের বশংবদ।

মুসলমানদের গর্ব-অহংকার ইখওয়ানুল মুসলেমীন

আল্লাহর জমিনে বিজয়ী করতে চায় ইকামতে দ্বীন,

নীল দরিয়ায় লোহিত ধারা, বইছে শহীদের নহর

মুক্তি পেতে মিশরবাসী গুণছে অপেক্ষার প্রহর।

তারিখ : ১৭/০৫/২০১৫

====

বিষয়: সাহিত্য

১০৯৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320899
১৮ মে ২০১৫ রাত ১০:২৮
১৯ মে ২০১৫ দুপুর ০১:৫১
262099
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবুজ ভাই, আপনার মন্তব্যে গোলাপ একটা বেশি, এটা কার জন্য?
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
262182
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মৃত্যুর চেয়ে জিবন বেশি
১৯ মে ২০১৫ রাত ০৮:১২
262183
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কী রকম সবুজ ভাই? মানে মৃত্যুহারের চয়ে জন্মহার বেশি?
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
262402
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না!!!!
মৃত্যুর চেয়ে জিবন বেশি প্রিয়!!
320919
১৯ মে ২০১৫ রাত ০১:২৩
১৯ মে ২০১৫ দুপুর ০১:৫৩
262100
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাদেরকে ধন্যবাদ।
320960
১৯ মে ২০১৫ সকাল ০৫:১৫
সাদাচোখে লিখেছেন : মাশাআল্লাহ্‌ - ব্রিলিয়ান্ট অভিব্যাক্তি। পড়ার সময় মনে হচ্ছিল 'মিথ্যাকে পরাভূত করে সত্য বিজয়ে' কোন তরবারীর ঝনঝনানি যেন।
১৯ মে ২০১৫ দুপুর ০১:৫৭
262103
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্সালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে উৎসাহিত করার জন্য।
আমাদের সমস্ত লেখালেখি সত্যকে বিজয়ী করার জন্য। সত্যের জয় হবেই..

320966
১৯ মে ২০১৫ সকাল ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : সাহসী বক্তব্য কাব্যে গাঁথার জন্য ধন্যবাদ৷
১৯ মে ২০১৫ দুপুর ০২:০১
262104
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ শেখ ভাই..আপনার মন্তব্যে প্রীত হলাম।
321013
১৯ মে ২০১৫ দুপুর ০৩:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : মা-শা-আল্লাহ্!
ঘুমন্ত মুজাহিদদের জাগানোর জন্য এই কবিতাই যথেষ্ট।
আল্লাহ আপনার প্রতিভা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:৪৭
262146
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। ধন্যবাদ লোকমান ভাই প্রিয় ব্লগার এন্ড রাইটার। অনেক সুন্দর মন্তব্যে অণুপ্রাণিত হলাম।
321016
১৯ মে ২০১৫ দুপুর ০৩:১২
আফরা লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন : মা-শা-আল্লাহ্!
ঘুমন্ত মুজাহিদদের জাগানোর জন্য এই কবিতাই যথেষ্ট। একমত ।

আল্লাহ আপনার প্রতিভা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন। আমীন

ধন্যবাদ ভাইয়া ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:৪৯
262147
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার ভাললাগা অনুপ্রেরণার উৎস। অনভুতি শেয়ার করে মন্তব্য প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File