ওরাং ওটাঙের পিঠে সওয়ার হয়েছে স্বদেশ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ জুলাই, ২০১৭, ০৪:২৩:২৮ বিকাল

উদ্ভট উটের পিঠে দেশটা চড়ে ছিলো একবার,

ক্ষমতার মসনদে ছিল তখন ঘৃণিত স্বৈরাচার |

এবার হয়েছে স্বদেশ ওরাং ওটাঙের পিঠে সওয়ার,

সময় বদলেছে, মসনদে এখন তাবেদার সরকার |

পা উঁচু, মাথা নিচু গাছে ওরাং ওটাং উল্টো ঝুলে যেমন,

সরকারি কর্মকান্ডে ওরাং ওটাঙের ছায়া ঠিক তেমন |

যা হবার হচ্ছে তার ঠিক বিপরীত কর্মকান্ড,

ওরাং ওটাং সরকারে নেই ভালো-মন্দের মানদণ্ড!



মন্ত্রী সংসদে দয়েছেন বাজেট লক্ষ কোটি টাকার,

সে নিয়ে হচ্ছে কত কি যে হাস্যকর কাজ কারবার!

সরকারি বাজেটে বিরোধী দল খুঁজবে দোষ তার,

বিধি উল্টে যায় ক্ষমতায় থাকলে ওরাং ওটাং সরকার!

সরকারি দল নিজেরাই করছে বাজেট তুলোধুনা, ,

কি যে বিচিত্র সরকারি এই ওরাং ওটাং জামানা!



পাহাড় ধ্বসে বিরোধী দল দেবে ত্রাণ,

দেশের গণতন্ত্র তাতেই ভেঙে খান খান !

পাহাড় ধ্বসে নিঃস্ব সবাই, ক্ষুধার্ত মানুষ হাজার হাজার,

বিরোধী ত্রাণ তৎপরতা নিষিদ্ধ তবুও, থাকুক হাহাকার!

পাহাড় ধ্বসে ধ্বসুক,বন্ধ বিরোধী দলের ত্রাণ তৎপরতা,

যদি পাহাড়ের মতোই ধ্বসে সরকারের অবৈধ ক্ষমতা!

ওরাং ওটাঙের মতোই সরকারে চলছে লম্ফো ঝম্প,

ভিতরে বাইরে অস্থিরতা, হচ্ছে যেন নিত্য ভূমিকম্প |!



হামলা মামলায় কাঁটে বিরোধী দলের অষ্টপ্রহর,

গণতন্ত্রহীন দেশে তবুও নাকি বইছে গণতন্ত্রের নহর!

ইসি সহ আরো কেউ কেন জানি নির্বাচনের বলছে,

সুষ্ঠু নির্বাচনের ভয়েই ওরাং ওটাঙ সরকার কাঁপছে!

গণতন্ত্র পেয়েছে ওয়ান ওয়ে টিকিট অগস্ত্য যাত্রার,

গণতন্ত্রের বিনাশে উদ্যত গণতন্ত্রের ভেক ধরা সরকার!

নির্বাচনে অংশ নেবে মামলায় জীবন্মৃত বিরোধী দল,

সে ভয়েই ওরাংওটাং সরকারে পুরোনো মামলা সচল !



গুম হয়ে যাওয়া দেশের বাক স্বাধীনতার গণকণ্ঠস্বর,

ফরহাদ মাজহারও গুম,গণতন্ত্রের গালে কষিয়ে দুই চড় !

সে নিয়ে হচ্ছে কত কি যে রাম কান্ড !

চুইয়ে পড়ছে যেন মিথ্যা সরকারি ভান্ড |

মন্ত্রী বলছেন কি যে হতো কেউ করলে তাকে সীমান্ত পার !

বলি, সরকারের মধ্যে চলছে নাকি অন্য আরেক সরকার ?

ওরাং ওটাঙের মতোই প্রশাসন ফাঁদে উল্টো গল্প,

ফিরে আসা ফরহাদ মাজহারের সাথে মিল তার অল্প !



উল্টো ঝুলা ওরাং ওটাঙের পিঠে দেশ হয়েছে সওয়ার,

ঠিক ঠাক হচ্ছেনাতো কোনো কিছু এই সরকারে আর |

বিষয়: বিবিধ

৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File