শীতের সকাল

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২০ ডিসেম্বর, ২০১৫, ০৫:২০:১১ বিকাল



পূর্ব দিগন্তে আলোর সুষমা

এখন ও পূর্ণরুপে উঠেনিকো ফুটে,

জানিনা কিসের মধুর ডাকে

আঁখি থেকে মোর ঘুম গেলো টুটে।

ঐ দূর বনে পাখির কন্ঠে শোনা যায়

দিবারম্ভের কলমুখরিত আনন্দরাগিনী।

হয়তো অলক্ষে সবার, তাদের হৃদয়ে

ছড়িয়ে পড়েছে বিবস্নানের গোপন আগমনী।

পাখিদের কূজনে আনন্দিত হয়ে

শীতের সকাল উঠলো হেসে,

শরীর কাঁপানো ঠান্ডা হাওয়া নিয়ে

এলো প্রকৃ্তির বুকে বিধবার বেশে।

উত্তর দিক থেকে আসে ঠান্ডা বাতাস

গাছের পাতাগুলো কেঁপে কেঁপে উঠে।

টুপ টুপ করে ঝরে পড়ে শিশির, শিক্ত হয় মেঠোপথ

পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফুটে উঠে।

টিনের চালে, ঘাসের ডগায় জমে শিশির বিন্দু

ভোরের আলোয় তা করে ঝলমল।

বাতাসে ভেসে আসছে রসালো মিষ্টি গন্ধ

দূরে কোথাও খেজুর রসে বুঝি দেয়া হচ্ছে জ্বাল।

মুগ, মসুর, কলাই আর ছোলা অড়হড় বুনতে হবে

সময় মত ক্ষেত প্রস্তুত চাই।

হিমগর্ভ ঠান্ডা বাতাস মাঝেও কৃষানেরা তাই

বলদ হাকিয়ে নিয়ে মাঠপানে ধায়।

শীতের এই সকাল যেন এক সদ্য বিধবা

যার ব্যথাতুর মুখ খানি দিগন্ত বিস্তৃত কুয়াশায় ঢাকা।

বিধবার নিত্য বসন সাদা কাপড় গায়ে জড়িয়ে সে যেন

দিগন্তের গা ঘেঁসে ধীরমন্থর পায়ে চলছে একা।

শীতের সকাল মাঝে মাঝে বৈরাগিনীর বিষন্ন একতারার

নিঃসঙ্গ তারে হানে নির্মম আঘাত।

বনের শুষ্ক বিবর্ন পাতাগুলো ঝরে পড়ে।

তা দু'হাতে লুফে অবলিলায় উড়ায় উত্তরের হিমগর্ভ বাতাস।

বেলা বাড়ে সূর্য গভীর আলস্যে উঠতে থাকে ঊর্ধ্বাকাশে

পূর্ব দিগন্তের কুয়াশার জাল ছিন্ন ভিন্ন করে।

কিরণবানে পরাজিত হয় শীতের তীব্রতা, রোদের স্পর্শে

শীতের সকাল একবিন্দু শিশিরের ন্যায় টলমল করে।

শীতের সকালের এত রূপ দেখে হই আত্মহারা,

হৃদয় আমার নেচে উঠে গায় গান।

রূপসি বাংলায় জন্মেছি আমি তাই

ধন্য আমি, ধন্য জীবন ধন্য আমার প্রান।

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354728
২০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩০
294571
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
354730
২০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : চমৎকার ফুটিয়ে তুলেছেন শীতের সকাল নিয়ে আপনার অনুভূতি।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
294572
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
354733
২০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : বাঃ সুন্দর কাব্য৷
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
294573
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ক্ষুদ্র প্রয়াস মাত্র। ধন্যবাদ।
354737
২০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবিতা এবং ছবি দুটোই প্রাণ কেড়ে নিলো
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
294574
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : শীতের সকাল উপভোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
354775
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৮
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৭
294600
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File