নাটক আর বাস্তবতার মাঝে একটা নির্ঘুম রাত কাটালাম। স্যালুট তুর্কীর জনগনকে...

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ১৬ জুলাই, ২০১৬, ০৬:১৬:২৫ সন্ধ্যা



আরব-আমিরাত টাইম রাত দেড়টার দিকে যখন চোখে ঘুম আসার উপক্রম হলো ঠিক সেই মুহূর্তে তুরস্কের সেনা অভ্যুথানের খবর শুনলাম। মুহূর্তেই চোখের ঘুম উদাও হয়ে গেলো। সিএনএন ও বিবিসির অনলাইন ব্রেকিং নিউজে বার বার প্রচার করতে লাগলো, তুরস্কের সামরিক ক্যু প্রচেষ্টায় দেশটির গুরুর্ত্বপূর্ণ সব ক্ষমতা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সার্বিক ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে। সব বিমানবন্দর দখল করে নো-ফ্লাইজোন ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট এরদোগানকে তার নিরাপত্তা কর্মীরা নিরাপদ জায়গায় নিয়ে রেখেছে। সেনাপ্রধানকে গুম করা হয়েছে, রাস্তায় রাস্তায় শুধু সেনাবাহিনীর সাজোয়া যানের ভিডিও দেখাচ্ছে। সিএনএন আর বিবিসির অতিউৎসাহী প্রচারে ধরেই নিয়েছিলাম, এরদোগানকে মনে হয় মুরসীর ভাগ্য বরণ করতে হচ্ছে...চোখের পানি টলমলে অবস্থ।

হঠাৎ ফেইসবুকে আল-জাজিরার লাইভ টেলিকাস্ট শুরু হতে দেখে মনের মাঝে আশার সঞ্চার হলো। কন্টিনিউয়াসলি লাইভ টেলিকাস্ট দেখতেই রইলাম। দেখলাম প্রিয় নেতা এরদোগান জনগনকে রাস্তায় নেমে আসার উদাত্ত আহবান জানাচ্ছেন।



বিপদগামী সেনা বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য আহবান জানাচ্ছেন। প্রধানমন্ত্রী ইলদিরিম ঘোষণা দিচ্ছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, অল্প সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

এরদোগানের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে লক্ষ লক্ষ তুর্কী জনগন রাস্তায় নেমে আসলো। রাস্তা ব্লক করে সেনাবাহিনীকে প্রতিরোধ করার জন্য মহান আল্লাহর নাম জপতে জপতে সর্ব শক্তি নিয়োগ করতে লাগলো। সেনা সদস্য যাকে যেখানে পাচ্ছে গণধোলাই দিচ্ছে, অবলীলায় সেনা ট্যাংকের উপর উঠে ইচ্ছেমত কিলঘুষি মারতেছে, কেউ কেউ ট্যাংকের নিচে শুয়ে পড়ছেন। এমনকি তুর্কী নারীরাও লাঠি হাতে রাস্তায় নেমে পড়লেন।















তুর্কী জনগণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল উদ্ধার করলেন। পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করলো, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বার বার বিবৃতি দিতে লাগলো। এরদোগান রাজধানীতে এসে সংবাদ সম্মেলনে ঘোষণা করলেন পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রয়েছে...মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম।

দেখতে দেখতে রাত চারটা বেজে গেলো।

বিবিসি, সিএনএনে উঁকি মেরে দেখলাম, তারা তখনো বিপদগামী সেই কুলাঙ্গার সেনাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে! যদিও তখন সেনা অভ্যুত্থান চূড়ান্ত ব্যর্থতার পক্ষে! হায়রে নাটক...!! হায়রে দালালী!!! এ যেন বাংলাদেশের প্রথম আলো আর ডেইলি স্টারের কার্বন কপি!!!

কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারলে ডাক দেওয়ার সাথে সাথেই লক্ষ লক্ষ জনতা রাস্তায় নামতে পারে? ট্যাংকের নিছে ও বন্ধুকের নলের সামনে নিজের জীবনকে সফে দিতে পারে?? স্যালুট, স্যালুট এন্ড স্যালুট এরদোগান, স্যালুট তুরষ্কবাসীকে...নামাজ শেষে দোয়া করলাম, হে আল্লাহ তুমি তুরষ্কবাসীর এই ত্যাগকে কবুল করে নাও। প্রিয় নেতা এরদোগানকে হায়াতে তাইয়্যেবাহ দান করো।

বিষয়: বিবিধ

৩২৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374751
১৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
কুয়েত থেকে লিখেছেন : আল্ হামদুলিল্লাহ.! স্যালুট, স্যালুট এন্ড স্যালুট এরদোগান স্যালুট তুরষ্কবাসীকে অন্তর থেকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ
১৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০০
310909
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ, তুমি তুর্কীদের মত বাংলার ১৬ কোটি মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে দাও।
ধন্যবাদ আপনাকে
374756
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : আমিন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে?------।
১৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০১
310910
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ, তুমি তুর্কীদের মত বাংলার ১৬ কোটি মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে দাও।
ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ আপনাকে
374777
১৬ জুলাই ২০১৬ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজন সাহসি নেতা যখন দাড়ায়। তখন তার পিছনে জনগন ও দাড়ায়। আর সাহসি জনতার মুখে কোন ষড়যন্ত্রই সফল হয়না।
১৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০২
310911
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ঠিক বলেছেন ভাইয়া তুরষ্কবাসী পুরা দুনিয়াকে সেটাই দেখিয়ে দি্যেছে।
ধন্যবাদ আপনাকে
374778
১৬ জুলাই ২০১৬ রাত ১০:৪৩
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর
১৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০২
310912
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ, তুমি তুর্কীদের মত বাংলার ১৬ কোটি মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে দাও।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
374808
১৭ জুলাই ২০১৬ সকাল ০৮:৪৬
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-07-17/1


এটা আপনার জ্ঞাতার্থে । পড়েন এবং পড়ে কি বুঝলেন জানাবেন ।

######################################################





এই টাকু ওভার একটিং করছে এই ছবিটার আদলে





নচেৎ মিসবাহের মত পুশ আপ দিতে চাইতেছিল


১৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০৩
310913
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসলামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন?
আজ মুসলিমদের বড় শত্রু হলো মিডিয়া......আল জাজিরার মত বেশ কিছু মিডিয়া খুবই দরকার।
375148
২৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!আল্ হামদুলিল্লাহ.! স্যালুট, স্যালুট এন্ড স্যালুট এরদোগান স্যালুট তুরষ্কবাসীকে অন্তর থেকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ
২৮ জুলাই ২০১৬ দুপুর ০১:৫৭
311291
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ, তুমি তুর্কীদের মত বাংলার ১৬ কোটি মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে দাও।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File