আসছে শোকের মাস সাথে নিয়ে প্রানের উৎসব

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ জানুয়ারি, ২০১৭, ০৫:০৯:২২ বিকাল



বছরের শুরুতেই প্রানের উৎসব একুশে বই মেলা আমেজ আসতে শুরু করেছে। চলছে নতুন বছরের প্রথম মাস জানুয়ারির প্রথমার্ধ। আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা ২০১৭। ইতোমধ্যে বাঙালীর মননের সৌন্দর্যের প্রতিচ্ছবিময় মাসব্যাপী মেলার প্রস্তুতি শুরু হয়েছে। বইমেলার একাংশ সোহরাওয়ার্দী উদ্যানে নির্ধারিত হয়েছে মেলার সীমানা। এ অংশটিতে বাঁশ গেড়ে খুঁটি পোঁতাসহ নানা তৎপরতায় এখন মেলার প্রাথমিক কাজ চলছে। মেলার অপর অংশ বাংলা একাডেমি আঙ্গিনায় চোখে পড়ছে বইমেলাকেন্দ্রিক নানা তৎপরতা। বিগত বছরের নানা কিছুর সঙ্গে এবারের বইমেলার নান্দনিকতা বাড়াতে এবং পাঠকের সুবিধার্থে কিছু নতুন উদ্যোগ নিয়েছে আয়োজক বাংলা একাডেমি। ১২টি চত্বরে বিন্যস্ত উদ্যান অংশের মেলায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে আলোকসজ্জা। প্রতিটি চত্বরেই পৃথক রঙের মরিচ বাতি ও এলইডির বাতির সাহায্যে বর্ণিল রূপ দেয়া হবে। চত্বরগুলোর স্বতন্ত্র রঙ্গিন বাতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেসব চত্বরের অন্তর্ভুক্ত প্রকাশনা সংস্থাগুলোর স্টলসজ্জায়ও সেই বিশেষ রঙের প্রাধান্য দিচ্ছে একাডেমি। কবি-সাহিত্যিক-মনীষীসহ বিশিষ্টজনদের নামাঙ্কিত হবে এই ১২টি চত্বর। প্রতিটি চত্বরে ডিজিটাল স্ক্রিনে থাকবে স্টলের তালিকা ও নির্দেশিকা। এই চত্বরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে শিশু চত্বর। গত বছরের মতো এবারও শিশুতোষ গ্রন্থ সংগ্রহের পাশাপাশি শিশুদের বিনোদন উপযোগী করে গড়ে তোলা হবে এ চত্বর। এছাড়া অন্য ১১টি চত্বরে ঠাঁই পাবে সুপরিসর স্থান ও নান্দনিক সজ্জাবিশিষ্ট ১৩টি প্যাভিলিয়ন। উদ্যানের অভ্যন্তরে মেলায় ঘোরাঘুরি বা বই সংগ্রহের পর আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিতে বইপ্রেমীদের জন্য থাকবে পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে ফুড কোর্ট। একই ধরনের ফুড কোর্ট থাকবে মেলার অপর অংশ বাংলা একাডেমিতেও। কর্মজীবীসহ নানা শ্রেণী-পেশার পাঠকদের সুবিধার্থে মেলার সময় বাড়ানো হয়েছে আধা ঘণ্টা। প্রবেশের মূল দুই প্রবেশপথ দোয়েল চত্বর ও টিএসসি এলাকার দৃষ্টিনন্দন দুটি ফটকে স্থাপিত ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে উপস্থাপিত হবে মেলা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা। এছাড়া গত বছরের মতো এবারও মেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা সাহিত্যিকরা আসবেন। তো রেডি হয়ে থাকুন প্রানের মেলা একুশে বইমেলায় যাওয়ার জন্য।

বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381158
০৫ জানুয়ারি ২০১৭ রাত ১১:২১
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File