কারাগারের পরিবেশ উন্নতিকল্পে নতুন আইন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০৫:০২ দুপুর

বাংলাদেশে প্রথম কারাগার স্থাপিত হয়েছিল ১৭৮৮ সালে ঢাকায়। প্রথম দিকে এটাকে বলা হত ক্রিমিনাল ওয়ার্ড। কিন্তু কারাগারের ব্যবস্থাপনার বিধান সম্বলিত একটি কোড তৈরি করা হয়েছিল ১৮৬৪ সালে। এরপর ওই কোড সাতবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ সংশোধন হয় ১৯৩৭ সালে। ব্রিটিশ শাসন অবসানের পর পাকিস্তানের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর ইতোমধ্যে প্রায় অর্ধ শতাব্দী কেটে গেছে। কিন্তু নির্বাহী আদেশে কারাবিধির কতিপয় পরিবর্তন ও সংশোধন হলেও, জেল কোডে তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। বিশ্বব্যাপী অপরাধ আইনে যখন বৈপ্লবিক সব সংস্কার আনা হচ্ছে, তখন বাংলাদেশের অপরাধ আইনে পরিবর্তন আসছে একেবারে ঢিমেতালে। কারাব্যবস্থার উন্নতকরণ, বন্দিদের শাস্তির চেয়ে সংশোধনের প্রতি বেশি গুরুত্বারোপ এসবের প্রতিই আধুনিক রাষ্ট্রের কারাগারগুলোয় বেশি জোর দেয়া হচ্ছে। বাংলাদেশের বিদ্যমান আইনে কারাগারের পরিবেশ উন্নতকরণের যে প্রচেষ্টা রয়েছে, তা একদিকে যেমন অপর্যাপ্ত অন্যদিকে এর প্রয়োগের অভাব কারাবন্দিদের মানবাধিকার লঙ্ঘন করছে প্রতিনিয়ত। প্রায় ১৩৬ বছর আগের কারা বিধি সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। জেল কোডের শত বছরেরও বেশি সময়ের পুরনো এই নিয়ম সংশোধন করতে কাজ করছে সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রধান বিচারপতির নির্দেশে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ পাঠাবে প্রধান বিচারপতির কাছে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন প্রধান বিচারপতি।

বিষয়: বিবিধ

৫৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377374
০৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৭
হতভাগা লিখেছেন : মনে হচ্ছে কারাগারগুলোতে হাই ফাই লোকেরা ঢুকতে যাচ্ছে । তাদের থাকার জন্য সহনীয় পরিবেশ আগে ভাগে তৈরি করা হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File