জান্নাতের আশা করলে পরিশ্রম করতে হবে-

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ২৮ ডিসেম্বর, ২০১৪, ১০:১৯:৫৬ রাত



হযরত আবু হুরায়রা রা. বলেন : নবী করীম সা. ইরশাদ ফরমান, আমি জান্নাতের এমন কোন দৃষ্টান্ত দেখি নাই যার আকাংখী শুয়ে থাকে। আর না আমি জাহান্নামের এমন দৃষ্টান্ত দেখেছি যে উহা থেকে আত্মরক্ষাকারী শুয়ে আছে।

হযরত উমর রা. বলেন, জনাব নবী করীম সা. এরশাদ ফরমান, জান্নাতে সে ব্যক্তিই প্রবেশ করবে যে উহার আশা করে। [কানযুল উম্মাল]

জান্নাতে বিশ্বাস করা ফরজ

হযরত উমর ইবনে খাত্তাব রা. বলেন, একদা আমরা নবী করীম সা. এর দরবারে বসা ছিলাম এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল ইয়া রাসূলাল্লাহ সা.! ঈমান কি জিনিস?

হুজুর সা. বললেন : আল্লাহর প্রতি, তার ফেরেস্তাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, মৃত্যুর উপর, মৃত্যুর পর জীবিত হওয়ার উপর, হিসাব নিকাশের উপর, জান্নাতের উপর, দোযখের উপর, প্রতিটি ভাল মন্দের তাক্বদীরের উপর বিশ্বাস রাখা। [মুসলিম ১/৩৮]

জান্নাতীদের জান্নাত কামনা

জান্নাতের অধিকারী লোকেরা জান্নাত কামনায় তারা আল্লাহ পাকের কাছে এভাবে আবেদন করবেন, যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনে এরশাদ করেন: হে আমাদের পালনকর্তা আমদেরকে তা দাও যা তুমি ওয়াদা করেছো তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন তুমি আমাদিগকে অপমানিত করোনা নিশ্চই তুমি ওয়াদা খেলাফ করোনা। [ইমরান -১৯৪]

জান্নাত কামনাকারীর পুরুস্কার

হযরত আনাস ইবনে মালেক রা. বলেন, নবী করীম সা. এরশাদ করেন- যদি কোন মুসলমান আল্লাহ তাআলার নিকট তিনবার জান্নাতের আবেদন করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ ! তাকে জান্নাতে প্রবেশ করে দিন। আর যে ব্যাক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম তখন বলে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। [তিরমিযী হা.২৫৭২, ইবনে মাজা হা.৪৩৪০]

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File