বিএনপি সমাবেশ থেকে পিছিয়ে এসেছে তাদের রাজণৈতিক কবর রচনা করেছে---

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩৪:৫০ সন্ধ্যা



শুধু গাজীপুরে হরতাল আর সারাদেশে তীব্র বিক্ষোভ কিংবা সমাবেশ না করতে পারার কারনে চরম ক্ষোভ তথা অভিসাপ দেওয়ার কর্মসূচিই বিএনপির মত একটি প্রাচীন রাজনৈতিক দলের রাজনৈতিক দেওলিয়াত্বপনা প্রমান করে। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে গড়া দলটি যে ধীরে ধীরে নি:শেষ হতে চলেছে এটা এখন শুধু কিছু সময়ের অপেক্ষার বাকী। এরপরও যারা এখনও

ধারনা করছেন ৫ তারিখে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি ঢাকায় সরকার পতন ঘটিয়ে ফেলবে/ সরকার পতনে সামান্যতমও আন্দোলন শুরু করতে পারবে তারা নিশ্চয়ই

বোকার স্বর্গে বসবাস করছেন। বলতে হয় যে,বিএনপি আসলেই পারে বটে.

কলিজার সমস্ত ঘৃনা একত্র করে বলছি এভাবে চলতে দিলে পাঁচ বছর কেন পঁচিশ বছরেও ক্ষমতার স্বাদ পাওয়া লাগবে না।

হায় আফসুস!

যেখানে জামায়াত শিবির প্রচন্ড ঝড়ের মোকাবেলা করেও বাঘের মত গর্জন দিয়ে কদম কদম সামনে এগুচ্ছে আর সিংহের মত গর্জন দিয়ে ঘোষনা দিল 144. ধারা ভঙ্গ করা সময়ে ব্যাপার মাত্র আর সেখানে কিনা বিএনপি হিজড়ার মত অসহায়ত্ব প্রকাশ করে নগ্ন আত্মসমর্পন করে দেশের 16 কোটি মানুষ কে আজ হতাশ করলো

এভাবে হুঙ্কারের পরে হুঙ্কার দিয়ে সার্কাস খেলা দেখানোর কোন দরকার ছিল না -------

শুনুন এশতাব্দীির শ্রেষ্ট বীরের বীরোচিত বক্তব্য

১৪৪ ধারা ভঙ্গ করা এখন সময়ের দাবি : শিবির সেক্রেটারি

====================================

গাজীপুরে ২০ দলের জনসভাস্থলে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। শুক্রবার বিকেল ৩টা ৪৩ মিনিটে দেওয়া তার ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শিবির সেক্রেটারি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, গণতন্ত্রের বিজয় আনতে হলে অনৈতিকভাবে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করার বিকল্প নেই । আর এটাতো এখন সময়ের দাবি।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297549
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৪
ভিশু লিখেছেন : জনগণের আশা পূরণ করতে পারছেনা বিরোধীদলগুলো।
297573
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইসলামিক দাওয়া ফাউন্ডেশন,

নামে ব্লগ লিখে রাজনৈতিক পোষ্ট অগ্রহণযোগ্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File