=✿╯ উত্‌সর্গঃ আঁধারে আলোর মুখ দেখেন যারা╭✿=

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আলআযহারী ১৫ মে, ২০১৬, ০৬:১২:৫৩ সকাল

আলোর মুখ দেখতে হলে অন্ধকারের মাঝেই দেখতে হবে।

কারণ অন্ধকার ছাড়া আলো নিজেকে প্রকাশ করতে পারেনা।

-

তাই সমাজের হাজারো অসঙ্গতি দেখে হতাশ হলে চলবে না।

কারণ মনে রাখতে হবে, একটা পচা পেঁয়াজ দিয়েও সময়ের ব্যবধানে কোটি-কোটি মানুষের পেঁয়াজের চাহিদা মেটানো যায়।

-

কিভাবে?

-

পঁচা পেঁয়াজটাকে অবহেলা করে ফেলে না দিয়ে

আস্তে আস্তে তার উপর থেকে পচা খোসাগুলো তুলতে থাকুন।

দেখবেন একেবারে শেষের দিকে তার ভেতরে একটা সাদা শাঁস আছে।

এবার ঐ শাঁসটাকে একটা উর্বর জায়গায় রোপন করে দেন।

বাস, হয়ে গেলো।

-

অল্প কিছু দিনের মধ্যেই তা থেকে সুন্দর পেঁয়াজ উৎপাদন হবে ।

এবার এই গাছ থেকে একাধিক পেঁয়াজ ও পেঁয়াজের বীজ সংগ্রহ করা যাবে। যা রোপন করে আরো অনেক পেঁয়াজ উৎপাদন করা যাবে।

এক সময় হয়তো এই পচা পেঁয়াজটাই কোন একটা দেশের পেঁয়াজের চাহিদা পূরণ করতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।

-

অনুরূপ ভাবে-

একটা মানুষ যতই খারাপ হোকনা কেন,

তার ভেতরে ঐ পচা পেঁয়াজের শাঁসের মত এখনও কিছু ভাল গুণ আছে।

সেগুলোকে ভাল করে নিবিড় পরিচর্যা করতে পারলে ঐ অবহেলিত লোকটাই হয়তো সময়ের ব্যবধানে এমন সোনার মানুষে রূপ নিবে যে হয়তো অনেক ভাল মানুষের চেয়ে বহুগুণ বেশী ভুমিকা রাখবে দেশ ও দশের কল্যাণে।

তাই,

Think Positive

Act Positive

Talk Positive

Feel Positive

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369170
১৫ মে ২০১৬ রাত ০৯:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File