কবিতা - তুমার হাসি ভালবাসি

লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ২১ অক্টোবর, ২০১৪, ০৫:৫২:৫৪ বিকাল

তোমার হাতে গোলাপ দেয়ায়

রাগ করেছে পদ্মফুল,

পদ্মফুলের রাগ ভাঙ্গাতেই

অন্য ফুলের হুলস্থুল।

রাগ করেছে চাঁদ তারা রাত

নাম ধরে তার ডাকিনি,

নদীর ঢেউয়ে বালুচরও

তোমায় নিয়ে হাটিনি।

রাগ করেছে বৃষ্টির জলও

ভিজিনি দুজন মিলে,

নিস্তব্ধ আজ বিকেল হাওয়া

পরশ পায়নি চুলে।

সবাই আছে গুমট মেরে

কারো কোন পাত্তা নাই,

তোমার জন্যে আজকের দিন

আসল রূপে রাঙ্গে নাই।

সবার দাবী জানতে গেলাম

বলল সবাই শেষে,

রাগ ভাঙবে তুমি যদি দাও

এত্তটুকুন হেসে।

বিষয়: সাহিত্য

১৩৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276816
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৮
নিরবে লিখেছেন : বড়ই সুন্দর কবিতা।চালিয়ে যান। Applause
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
220800
সায়েম আহমেদ লিখেছেন : বড়ই সুন্দর কমেন্ট খানার জন্যর অশেষ ধন্যবাদ।।
276818
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
ফেরারী মন লিখেছেন : বড়ই সৌন্দর্য হৈছে বড়ই সৌন্দর্য Thumbs Up
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
220801
সায়েম আহমেদ লিখেছেন : দোয়া করবেন।
276842
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
এনামুল হক এনাম লিখেছেন : কয়েক জায়গায় অন্ত্যমিল হয়নি।
২১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২২
220845
সায়েম আহমেদ লিখেছেন : জ্বি আমি সেটা খেয়াল করেছি। আসলে আমি একদম নতুন লেখালেখির জগতে তাই হাত ক্লিয়ার করার জন্যে যতোটুকু পারি লেখা চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগীতায় আশা করি আগামীতে ভাল কিছু করতে পারব।
277780
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৭
মো নজরুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File