একটি মেয়ে ধর্ষিত হবার পর মেডিকেল টেস্টের নামে তাকে নোংরা ভাবে আবার ধর্ষন করা হয়। সে চিত্রটা যে কত ভয়াবহ হতে পারে এব কি শাস্তি হতে পারে ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৩:১৩ রাত



পত্রিকায় এসেছে, সম্প্রতি সবুজবাগ থানার সহকারী পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ আদালতের নির্দেশে বয়স নির্ধারণের জন্য একটি মেয়েকে

ফরেনসিক বিভাগে আনেন।

খোলা বারান্দায় টেবিলের উপর পুরুষ ওয়ার্ডবয় মেয়েটির কাপড় খুলতে

শুরু করলেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটি।

জ্ঞান ফেরার পর আর বয়স নির্ধারণে রাজী হননি তিনি।

নাহ, পুলিশের দোষ নাই এখানে।

সে হুকুম এবং আবহমান কাল ধরে চলা নিয়ম ই প্রয়োগ করেছে মেয়েটির উপর।

যা সারাদেশে ধর্ষণ, খুন, দুর্ঘটনার মামলা, বা বয়স নির্ধারণের জন্য এই পদ্ধতিতে চেকআপ করা হয় ভিক্টিমের।

এখানে ধর্ষিতা নারীকে দ্বিতীয়বার খোলা পরিবেশে জনসমক্ষে ধর্ষণ করাচ্ছে রাষ্ট্র।

অবশ্যই, রাষ্ট্রইই করাচ্ছে।

অবাক করা ব্যাপার হলো, দেশের কোন হাসপাতালেই নারীর শারীরিক চিকিৎসার জন্য পৃথক কোন কক্ষ নাই।

চিকিৎসকের বসার কক্ষে পুরুষ চিকিৎসক পুরুষ ওয়ার্ডবয়ের সহযোগিতায় সেই টেবিলের উপর ধর্ষিত নারীকে রেখে তার পরিধেয় কাপড় খুলে শারীরিক

পরীক্ষা করেন।

ধিক্কার রাষ্ট্রকে।

রাষ্ট্রের কর্তাব্যক্তিদের কন্যারা যদি ধর্ষণের শিকার হোন, তবে কি তারা তাদের

কন্যাদের এভাবে পুরুষ চিকিৎসক এবং পুরুষ পুলিশের হাতে সমর্পণ করবেন দ্বিতীয়বার রাষ্ট্রীয় লেহনের জন্য???

আমার তো মনে হয় বিচার পাওয়ার আশায় দ্বিতীয়বার এই স্বঘোষিত রাষ্ট্রীয় ধর্ষণের চেয়ে ফের গোপণে প্রথম ধর্ষকের সাথে মিলিত হওয়া ভালো! সেখানে তাও একজনের সাথে লজ্জার ব্যাপার থাকে!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা ধর্ষিতা কতটুকু ক্লিয়ার করে তথ্য দিতে পারবে একটা পুরুষ তদন্তকারীকে? নাকি রাষ্ট্র ভাবছে ধর্ষিতা প্রথম ধর্ষণের

সাথে সাথে লজ্জা শরম ওয়ারড্রবে রেখে আসে তালা চাবি আটকে!

এজন্যই কিছুদিন আগে প্রধান বিচারপতি বলেছেন দেশের ৯৯% ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট ভুলে ভরা।

এটাও রিপোর্টকে প্রভাবিত করার একটা কারণ।

ধর্ষিতা হয়তো লজ্জায় সঠিক বর্ণনা দেয় না। ফলে রিপোর্ট ও ঠিক আসেনা।

রাষ্ট্রের কি অধিকার আছে একজন নারীর শ্লীলতাহানি করার? যেখানে সে

নারীর শ্লীলতা রক্ষায় ব্যর্থ পুরোপুরি?.

বহু ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ করতে গিয়ে থানার তদন্তকারী কর্মকর্তার অশ্লীল প্রশ্নবাণে পড়েন নারী। সেই পীড়ন কে কি আমরা যৌন নিপীড়ন বলবো

না?

আশ্চর্য হচ্ছি, এরকম একটা নোংরা অনৈসলামিক সিস্টেম জেনেও আমাদের সুশীল শিক্ষিত সমাজ নীরব!.

কখনো এই পদ্ধতি বদলে নারীর শ্লীলতা রক্ষার দাবী জানানো হয়নি।

কোথায় নারী নেত্রীরা? যারা নারীর অধিকার নিয়ে লাফায়। ইসলামকে নারীর স্বাধীনতার একমাত্র বাধা ভাবে।

পুলিশ মানেই সবাই খারাপ তা নয়।

লাখে দুইজন চরিত্রবান অফিসার থাকতেই পারেন।

তো, এইরকম তদন্তের জন্য সেকি বিব্রত হচ্ছে না, তার কি গোনাহ হচ্ছে না? এই অফিসারের গোনাহ্ এর পুরো দায়দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তাকে বাধ্য করেছে

এটা করতে।

রাষ্ট্রের কাছে নিবেদন, নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও এভাবে পুরুষ চিকিৎসক, তদন্তকারী দিয়ে নারীকে উন্মুক্ত ময়দানে ধর্ষণ করাবেন না।

শীঘ্রই, এসমস্ত মামলার তদন্তের জন্য নারী চিকিৎসক এবং তদন্তকারী নিযুক্ত করুন।

বিষয়: বিবিধ

৭৬৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340031
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৮
শেখের পোলা লিখেছেন : ছিঃছিঃ এমন লজ্জাজনক কাজের৷ নারী বাদীদের ডেকে লাভ নেই কেননা তারা চালু পদ্ধতি তে বশ সূড়সূড়ি অনুভব করেথাকে৷
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৩
281441
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor জিজিজি
340037
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
281485
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাগতম
আপনাকে অনেক ধন্যবাদ
340040
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০০
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ধর্ষন একবার গোপনে হচ্ছে, ২য় বার প্রকাশ্যে হচ্ছে। ভালোই তো।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
281486
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মহিলা প্রধানমন্ত্রী কিনা তাও পুরাই আগের পরের সব নেত্রিই মহিলা হওয়া সত্বেও মহিলাদের এই দুর্গতি
যদি পুরুষ শাসিত প্রধানমন্ত্রী হতো তবে নারিবাদীরা বলত পুরুষ দের সমাজতো তাই এমন হওয়া অস্বাভাবিক না
340206
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন : এজন্যই তো ধর্ষনের ঘটনার ১০% ও প্রকাশ করা হয় না, একেতো সামাজিক লজ্জা, দ্বিতীয়ত রাষ্ট্রীয় ধর্ষন।
সব মিলে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে হাজার হাজার ধর্ষিতার পরিবার।
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৭
281579
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
340382
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব দু:খজনক, কিছুই বলার নাই.....ধন্যবাদ আপনাকে এই বিষয়ে কলম ধরার জন্য।
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫১
281787
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
340846
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৭
আবু নাইম লিখেছেন : একটি গুরুত্বপূর্ণ পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ......
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৭
282268
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
341495
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
মেঘে ঢাকা আকাশ লিখেছেন : এত সুন্দর লেখা দেয়ার জন্য ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৫
282905
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File