আমাদের আচরণ

লিখেছেন লিখেছেন ইমরানের ব্লগ ২৮ মার্চ, ২০১৭, ০১:১৩:০৩ রাত

অদ্ভুত না?

আমরা অচেনা মানুষের সাথে কতই

না ভদ্র আচরণ করি যে হয়তো আমার জন্য

কিছুই করেনি; অথচ, নিজের বাবা-

মায়ের সাথে ধমকের সুরে, বিরক্তির

সাথে কথা বলি যাদের অগাধ

ভালোবাসা আর স্নেহ ছাড়া আজ আমরা এই

অবস্থায় আসতেও পারতাম না।

কতই না পাপিষ্ঠ সেই সন্তান

যে বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে,

অথচ বন্ধুমহলে সে সবচেয়ে মিষ্টভাষী।

আল্লাহ তা’আলা বলেনঃ

"তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন

যে, তোমরা তিনি ছাড়া অন্য

কারো ইবাদাত করবে না এবং পিতা-

মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের

একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায়

বার্ধক্যে উপনীত হলেও

তাদেরকে বিরক্তিসূচক (উহ! শব্দ) কিছু

বলো না এবং তাদেরকে ধমক দিও না;

তাদের সাথে বলো সম্মানসূচক নম্র

কথা।" [সূরা বানী ইসরাইল ২৩]

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File