হুমায়ূন আহমেদ,অন্য প্রকাশ,বই মেলা ও কিছু আক্ষেপ!

লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০১:০৪ সন্ধ্যা

বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা যেকোনো মাপকাঠির বাইরে। প্রবাদপ্রতিম এই সাহিত্যিক যেসকল উপন্যাস ও গল্প লিখে গিয়েছেন তা আগামী কয়েক দশকে পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে একথা বলতে কোনো দ্বিধা নেই। আফসোসের ব্যাপার হল হুমায়ূন আহমেদের জীবদ্দশাতেই তার অনেক বইয়ের প্রকাশনা স্বত্ব অন্যপ্রকাশ ক্রয় করেছিল। আজ যখন বইমেলাতে হুমায়ূন আহমেদের বিশাল সাহিত্য সম্ভার পাঠককূল ক্রয়ের জন্য সমগ্র বইমেলা চষে বেড়ায় তখন দেখা যায় তার সিকি শতাংশ হয়ত অন্য প্রকাশের বাইরে পাওয়া যায়। অন্য প্রকাশের প্রকাশিত সকল বই অধিকাংশ পাঠকের ক্রয়ক্ষমতার বাইরে। অন্যান্য প্রকাশনীতে যেখানে ১০০ পেজের একটি বই এর দাম ১০০ টাকা সেখানে অন্যপ্রকাশের বই এর কোনোটার দাম ২০০ টাকার কম নয়। হুমায়ূন আহমেদের মত একজন জননন্দিত লেখকের বই আজকে অন্যপ্রকাশের ব্যবসায়ীক লিপ্সার কারণে ক্রমেই সাধারণ পাঠকের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাগজের মান সামান্য বাড়িয়ে বা কাগজের ও প্রকাশনা সামগ্রীর উচ্চ মূল্যের দোহাই দিয়ে অন্য প্রকাশ পাঠকের পকেট কাটায় ব্যস্ত।অথচ অন্য প্রকাশের বই এর বাধাই হয় সবচাইতে নিম্নমানের।জানিনা আজ লেখক বেচে থাকলে ব্যাপারটা কীভাবে দেখতেন! অন্য প্রকাশের এই ডাকাতির মনভাবের জন্য সাধারণ ও মধ্যবিত্ত পাঠকেরা পড়েছেন সবচেয়ে বিপাকে। অচিরেই সুমতি হোক অন্য প্রকাশের!

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File