শান্তি রক্ষায় ছাত্রলীগ

লিখেছেন লিখেছেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১০:৫২ সকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘটিত সংঘর্ষের ঘটনায়

পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ছবির মাধ্যমে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে ঐ হামলার সাথে ছাত্রলীগ সরাসরি জড়িত।দেশের প্রত্যেকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রাশিত সংবাদও একই কথা বলে।প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্রলীগ নামধারী ক্যাডাররা সাধারন ছাত্রছাত্রীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা পাওয়া যায়না। সবার হয়তো মনে থাকার কথা কিছুদিন আগে সরকারী চাকরিতে কোঠা পদ্ধতি বাতিলের প্রতিবাদে সাধরন ছাত্রছাত্রীদের আন্দালনেও হামলা চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।কিন্তু এই ঘটনার কোনো সুরাহা আজও হয়নি,জানি হবেওনা কোনদিন।এই ঘটনাগুলো আমাদের দেশের তথাকথিত শুশিল সমাজকে ভাবায় কিনা জানিনা।যখন দেখি দলমত নির্বিশেষে সাধারন ছাত্ররা তাদের পাওনা আদায়ের জন্য রাজপথে নিমতান্ত্রিক আন্দালন করছে আর সেখানে প্রসাশনের হস্তক্ষেপের বাহিরে যেয়ে হামলা চালাচ্ছে সরকারদলীয় ছাত্রসংগঠনটি ।প্রশাষন এক্ষেত্রে সবসময় নির্বিকার থাকছে,হচ্ছেনা মামলা।যেখানে অবৈধ অস্ত্র বহনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড সোনে সোনার ছেলেদের হাতে আধুনিক অস্ত্র দেখা গেলেও সামান্যতম ব্যবস্থাও নেয়া হচ্ছেনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।যেন পুলিশ ছাত্রলীগ ভাই ভাই ।কোন সভ্য দেশে এই অবস্থা মেনে নেয়া যায়?আসলে বিচার চাওয়ার দিন শেষ।প্রতিবাদের ভাষাসমূহ হারিয়ে যেতে বসেছে আজ।মুক্তিযুদ্ধের চেতনা যদি অস্ত্র হাতে ক্যাম্পাস দখল করা হয় তাহলে সেই চেতনা রক্ষায় আমরা সাধারন জনতা ঘরে বসে থাকব কেন?আসুন আমরাও হাতে তুলে নেই অস্ত্র।গড়ে তুলি সর্বাত্তক প্রতিরোধ। দেশের শত্রু,জাতির শত্রু এই জারজ সন্তানদের প্রতিরোধের এটাই শ্রেষ্ঠ সময়।

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File