মজার একটা ধাঁধাঁ

লিখেছেন লিখেছেন সাগরের ঢেউ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫২:১৮ বিকাল



শীতের সকালে এক লোক তার ৭ বছরের ছেলেকে পড়তে বসতে বলছে ।

ছেলে পড়তে না বলে মার্বেল নিয়ে উঠানে খেলা শুরু করে ।

বাবা এটা দেখে লাঠি নিয়ে পিটাতে আসে । এটা দেখে ছেলে দৌড় ।

ছেলের পিছন পিছন বাবাও দৌড়াচ্ছে ।

ছেলে দৌড়াতে দৌড়াতে দেখে সামনে একটা গোলাপ গাছ তার পাশে দাড়িয়ে আছে এক যাদুকর ।

ছেলে ঐ আমার বাবা আমাকে মারতে আসছে তুমি আমাকে বাচাঁও ।

তখন যাদুকর যাদু দিয়ে ছেলেকে গোলাপ গাছে গোলাপ ফুল বানিয়ে দিল।

বাবা এসে যাদুকরকে বল্ল তুমি আমার ছেলে কে কি করলে ,আমার ছেলেকে ফিরত দাও ?

যাদুকর বল্ল তোমার ছেলেকে আমি গোলাপ গাছে গোলাপ ফুল বানিয়েছি ,এই গাছে অনেক গোলাপ ফুলের মাঝে একটা হচ্ছে তোমার ছেলে ।

এখন তুমি একটাই ফুল ছিড়তে পারবে । আর সেটা যদি তোমার ছেলে হয় তাহলেই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে ।

লোকটা অনেক চিন্তা করে একটা ফুল তুলল আর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেল ।

বলোন তো লোকটি কি ভাবে বুঝল কোনটি তার ছেলে ?

বিষয়: বিবিধ

১৬৫০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173390
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : গোলাপ ফুলে কাটা থাকে কিন্তু যাদুকর তাড়াতাড়ি করে ফুলটিকে মানুষ বানাতে গিয়ে ফুলের গায়ে কাটা দিতে ভুলে গিয়েছিল আর তাই তার বাবা সহজেই বুঝতে পারলো যে একটি ফুল বাদে সবগুলাতেই কাটা। তাই যেটাতে কাটা নাই সেটাই ছিড়লো। ব্যাস
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
126943
সাগরের ঢেউ লিখেছেন : আপনার উত্তর সঠিক হয় নি ।চিন্তার জন্য ধন্যবাদ আরেকটু চিন্তা করুন ইনশা আললাহ পেরে যাবেন ।
173395
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আর মাথায় খেলছে নারে ভাই At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
126965
সাগরের ঢেউ লিখেছেন : গল্পের ভিতরেই একটু সুত্র দেয়া আছে আরেকবার ভাল করে পড়ুন তাহলেই পেরে যাবেন ভাই ।
173412
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : শীতের সকাল ছিল তাই গাছের সব ফুল শিশির সিক্ত হবার কথা। শুধুমাত্র সদ্য ফুলটি ছাড়া। তাই লোকটি খুব সহজেই তার ছেলেকে খুঁজে পেয়েছিল। চছ
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
126983
সাগরের ঢেউ লিখেছেন : আপনার উত্তর সঠিক হয়েছে ,পুরস্কার হিসাবে আপনাকে আন্তরিক ও ফুলেল শুভেচ্ছা ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
127201
মুমতাহিনা তাজরি লিখেছেন : আরোহী আপু উত্তর টা দিয়ে দিছেন তাই আমি আর দিলাম না কারন পুরস্কার হিসাবে আপনি আপুকেই আন্তরিক ও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন আমাকে কিছুই দেবেননা এজন্য ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
127295
সাগরের ঢেউ লিখেছেন : তাজরি আপু আমি আপনার জন্য আরেকটি ধাঁধাঁ দিয়েছি ।আমি চাই এবার আপনি পুরস্কারটা পান।ধন্যবাদ তাজরি আপু
173427
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বিন হারুন লিখেছেন : বাচ্চার হাতের মার্বেলগুলি ফুলের সাথে ভালভাবে মিশ্রিত হয়নি বলে সহজেই বাবা বুঝতে পারলেন এটিই তার ছেলে. Drooling
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
127296
সাগরের ঢেউ লিখেছেন : উপরে সঠিক উত্তর দেয়া আছে দেখে নিবেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File