নাম বিহীন পত্রের সেদিন এবং এদিন।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:৩১:২২ রাত

দৃশ্যপট-১::

----------------

আপনাদের নিশ্চয়ইই মনে আছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কুয়েতের আমীরের প্রদত্ত টাকার ব্যাপারে কুয়েত দূতাবাসের একটি পত্র আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

কিন্তু এ পত্রে প্রেরকের স্বাক্ষর থাকলেও নাম না থাকায় আদালত পত্রটি গ্রহণ করেননি। দুদক, আওয়ামী আইনজীবীরা এবং আওয়ামীলীগ দলীয় নেতারা এটি নিয়ে যাচ্ছে তাই বলতে থাকেন।

দৃশ্যপট-২::

---------------

তারেক রহমানের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্তরাজ্য Home Office-এর একটি পত্র মিডিয়ায় প্রকাশ করেন।মজার ব্যাপার হচ্ছে,এ পত্রটিতেও প্রেরকের স্বাক্ষর থাকলেও কোন নাম নেই।

বিএনপি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।

এবার সাধারণ জনতার প্রশ্ন হচ্ছে,নাম না থাকার কারণে যদি কুয়েত দূতাবাসের পত্র আদালত গ্রহণ না করে থাকে, তাহলে নাম না থাকার কারণে যুক্তরাজ্য Home Office-এর পত্র সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিভাবে?

তাছাড়া,যে আওয়ামীলীগ নাম বিহীন পত্র নিয়ে সমালোচনা যুদ্ধ চালালো তারা এখন কী করে একই রকম পত্র নিয়ে যা খুশী তাই বলে?

সেদিনের কুয়েত দূতাবাসের পত্রটি যদি মিথ্যা হয় তাহলে আজকের যুক্তরাজ্য Home Office- এর পত্রটি সত্য হবে কীভাবে?

এসব প্রশ্নের জবাব আজ জাতি জানতে চায়।

বিষয়: বিবিধ

৭৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File