পদত্যাগ !!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০২ মে, ২০১৪, ০৮:৪৯:১২ রাত
আমরা এমন এক দেশ আর সমাজে বাস করি যেখানে দিবালোকের মত স্পষ্ট অভিযোগেও প্রভাবশালী অপরাধীরা নিজেকে বেমালুম নির্দোষ বলে ঢোল পেটায় । মানব হয়েও দানবের মত কোন প্রকার অনুশোচনায় ভুগে না । দোষী প্রমানিত হওয়ার পর কিনবা কর্ম পালনে একের পর এক ব্যার্থতার পরও যদি পদত্যাগ না করার কোন গিনীজ রেকর্ড থাকে তবে আমাদের বিগত সরকারগুলো তা এতদিনে অর্জন করে ফেলেছে । এখন নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে । আমাদের দেশের ব্যাংক, শেয়ার , পদ্মা সেতুর খয়রাতি অর্থ থেকে হাজার কোটি টাকা লোপাট হয়, রুই কাতলারা দোষী হয়না । মন্ত্রীদের গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার হয় তারও বিচার হয়না। সাগর রুনীর মত সাংবাদিক খুন হয়; ৪৮ ঘন্টার মধ্যে খুনি ধরার ওয়াদা করে, তা পালন করতে না পারার নৈতিক লজ্জায় কারও মাথা হেঁট হয়না ।
রানা প্লাজার স্মরণ কালের ভয়াবহ দুর্ঘটনায় ১১০০ এর অধিক লোক নিহত হল । তদন্তে বের হয়ে এল প্রচণ্ড ঝুঁকি জানা সত্ত্বেও সরকারের নাকের ডগায় মালিকপক্ষ শ্রমিকদের বাধ্য করেছেন, সেখানে দিনের পর দিন কাজ করতে। মন্ত্রী মখা বিল্ডিং এর কলাম নড়াচড়া ষড়যন্ত্র তত্ত্ব আবিস্কার করলেন । আর তার প্রধানমন্ত্রী পালের গোদাদের বিচার না করে রেশমা নাটক উপহার দিলেন ।
তবে এইসব ক্যাচাল আর নতুন কি ?? তাই আপনারা জিজ্ঞেস করার আগেই , নিজে থেকেই কারণটা একটু বয়ান করি ।
কিছুদিন আগে একটা খবর পড়লাম!!! এপ্রিলের মাঝামাঝি দক্ষিন কোরিয়ার ইন চং এর কাছে ইয়েলো সাগরে ন্যাভিগেশন অফিসার আর ক্যাপ্টেনের ভুলে এক প্যাসেঞ্জার ফেরী ডুবিতে প্রায় তিন শতাধিক লোকের প্রানহানি ঘটনায় নিজেকে অযাচিত ভাবে দায়ী করে সে দেশের প্রধানমন্ত্রী চুং হং গত ২৭শে এপ্রিল পদত্যাগ করেছেন । হায় !! আমাদের দেশে তো প্রতিবছর রুটিন করে প্রায়ই লঞ্চ ডুবে; ডজনে ডজনে লোক মারা যায় কিন্তু রাম শাম যদু মধু কেউই দোষই স্বীকার করে না । পদত্যাগ তো পরের কথা !! সেই সংস্কৃতি আমরা কবেই যাদুঘরে পাঠিয়ে দিয়েছি ।
ভীষণ লজ্জিত হলাম এই ভেবে যে মানুষ হিসাবে তাদের আর আমাদের পার্থক্যটা বড্ড বেশি রকমের দৃষ্টিকটু । তাদের আত্মসন্মানবোধটা অনেক অনেক উপরে !!! আত্মসন্মান ছাড়া তারা বোধয় একদিনও বাঁচতে চায়না । আর আমাদের নেতাদের, প্রভাবশালী কর্মকর্তাদের আত্মসন্মান এর উপর ধুলার পুরু প্রলেপ, তবু নির্লজ্জ ভাবে তারা নিজেদের ঢোল পিটিয়ে দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে আছে ।
When crime after crime go unpunished, Then society become unbalanced and men become beast !!!
Pity on us !!!!!
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন