শহীদ হওয়ার কয়েকদিন পূর্বে হাসপাতালের বেডে শুয়ে লেখা চিঠি

লিখেছেন লিখেছেন আলোর মশাল ২৫ নভেম্বর, ২০১৩, ১১:১১:৪৫ সকাল

শহীদি কাফেলার ভাইদের জন্য উপহার! শহীদেরা আমাদের প্রেরণার উত্‍স। সবাই পড়ুন, কেউ মিস্ করবেননা।



শহীদ হওয়ার কয়েকদিন পূর্বে হাসপাতালের বেডে শুয়ে ১৮১ তম শহীদ মাহমুদুল হোসাইন ভাইয়ের অনুভূতি আকারে লেখা চিঠি-

"আমার অনুভূতি

জীবনে যতটুকু ভালো কাজ করেছি, তা সামান্য। আর খারাপের পাল্লাটা অনেক ভারি। তবে শান্তনা হল আল্লাহর প্রতি অগাত বিশ্বাস ও নির্ভরতা ছিল। আর ইসলামী আন্দোলনকে আমি মনে প্রাণে ভালোবাসতাম। তাই আজ আমার আল্লাহর কাছে আমার চাওয়া যেন আল্লাহ্ আমাকে উত্তম হায়াত দান করেন যাতে আমি জান্নাত উপযোগী বান্দা হতে পারি এবং আল্লাহর এই জমিনে তার দ্বীন কায়েমের কাজে আজীবন অংশ নিতে পারি।

সবুজ এই ভুখন্ডে দ্বীন কায়েমের যে বীজ রোপিত হয়েছে তা একদিন স্বয়ংসম্পর্ন বৃক্ষে পরিনত হবে। যে সময় লাগবে তাতে ঝরবে হাজারো পাতা, আর এই ঝরা পাতাগুলো হল একেকজন শহীদ। কিন্তু এই পাতাগুলো থাকবে তাজা, কেননা শহীদেরা মরেনা, মরেনা কখনো। বেচে থাকে চিরজীবন আল্লাহর কুদরতে।

সবাই আমার জন্য দোয়া করবেন।

মায়াস্সালাম,

মাহমুদুল হোসাইন

নোয়াখালী।"

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File