দিবস ও ইতিহাস

লিখেছেন লিখেছেন তরবারী ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩২:০২ বিকাল

সকাল বেলার নাস্তা আমার

ভাষা দিবস দিয়ে

দুপুর বেলার লাঞ্চটা ভাবছি

স্বাধীনতা ধুয়ে।

রাতের টা কি হবে তাই

চিন্তায় মরি হায়

বিজয় দিবস ডাকে এসে

আমায় রাখো ভাবনায়।

বয়স তোমার কত হল

সেই ভাবনা ছাড়ো

ইতাহাসই খেতে হবে

পারো আর নাই পারো।

স্ন্যাক্স খাবে সেই ভাবনা !

কত আছে আরও

ভাষণ দিবস,ফিরার দিবস

তাই দিয়ে পেট ভরো।

কে কি করে তা নিয়ে

ভাববে কেন তুমি

গিলতে থাকো ইতিহাসের

যা দেই তোমায় আমি।

প্রত্যাবর্তন,চুরুট বুনন

এই নিয়ে বাঁচা মরা

বিশ্ব যখন এগিয়ে সামনে

তুই এখানেই খাড়া।

ঘর সংসার সব কিছুতে

দিবস নামেই চল

কথা যদি না শুনবি

কেমনে হবে বল !

বিষয়: বিবিধ

৭৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377088
০২ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৫৬
আফরা লিখেছেন : সুন্দর হয়েছে তো কবিতাটা !! Rose Rose Good Luck Good Luck
০৩ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৪
312600
তরবারী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File