বাংলাদেশে সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং ইন্ডিয়াতে ইয়াকুব আব্দুর রাজ্জাক মেমনকে ফাঁসিতে ঝূলানোর আয়োজন কি কাকতালীয়? নাকি একই সূত্রে গাথা?
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৯ জুলাই, ২০১৫, ০৮:৫৭:৫৪ রাত
মুম্বাইতে জন্মগ্রহণকারী বিভিন্ন পুরুস্কারপ্রাপ্ত ইন্ডিয়ার একজন অন্যতম শ্রেষ্ঠ চার্টার একাউন্টেন্ট। গোটা ভারতেই তাকে ফাসিঁতে ঝুলানোর আয়োজনকে ইন্ডিয়ান মুসলিমরা তার প্রতি অবিচার করা হচ্ছে বলে ধারণা করছেন। সম্ভবত ৩০ জুলাই রাত বারটার সময় এই মেধাবী লোকটির গলায় ফাসিঁর দড়ি পড়ানো হবে।
ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি এই লোকটিকে ফাঁসিতে ঝুলানোর আয়োজনকে জুডিসিয়াল কিলিং হিসেবে গন্য করছেন।
এম. আই. এম. লীডার ব্যারিস্টার আসাদউদ্দীন ওয়াইসি এ নি কড়া সমালোচনা করেছেন ইন্ডিয়ান সরকারের।
মরহুম ফজলুল কাদের চৌধুরীর বড় সন্তান জনাব সালাহউদ্দীন কাদের চৌধুরীকেও ফাসিঁতে ঝুলানোর আয়োজন চলছে আমাদের দেশে। ট্রাইবুনালে তার রায় ঘোষণার আগেই তা মিডিয়ায় ফাসঁ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে উক্ত রায়ের প্রকৃত লেখক কে তা নিয়ে দেশবাসীর মতো আন্তর্জাতিক বিশ্বেও এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছিল।
কাকতালীয়ভাবে একই সময়ে বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশ ভারত যে রাষ্ট্রটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে অযাচিৎভাবে নাক গলানোর কারণে দারুণভাবে বিরক্ত এদেশের সাধারণ মানুষ সেই দেশের একজন মেধাবী উচ্চ শিক্ষিত ব্যক্তিকে ফাসিঁতে ঝুলানোর আয়োজন চলছে। মজার ব্যাপার হচ্ছে ভারতে বিগত ২৫ বছরে যে কয়েকজন মেধাবী প্রতিভাধর মুসলিমকে যেসব অপরাধের অভিযোগে তুলে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হয়েছে তার চেয়েও শতগুণ বেশী অপরাধী কয়েকজন হিন্দুকে বহাল তবিয়তে ধাপটের সাথে ইন্ডিয়াতে রাজত্ব করছে। তদের মধ্যে দুয়েকজন অতি পরিচিত। যেমন ১৯৯০ সালে বাবরী মসজিদ ধ্বংসের মুল হোতা লালকৃষ্ণ আদভানী, ২০০২ সালের গুজরাটের মুসলিম গনহত্যা ও মুসলমানদের সম্পদ লুন্ঠনের মূল প্রধান ইঞ্জিনিয়ার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরাধম মৌদি। আদভানী এবং মৌদিসহ বিখ্যাত কয়েকজন সিনিয়র হিন্দু নেতার বিরুদ্ধে এসব ঘটনার আলোকে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন রাষ্ট্রদ্রোহী ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে মামলা রুজু করার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু...........
বিষয়: বিবিধ
১৭৩৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফসোস বড়ই আফসোস। কবে মুসলিমদের হুশ হবে...
আমাদের সামগ্রিক নিস্ক্রিয়তার ভয়াবহ ফল আজকের এ অবস্হা!
যদি থাকে নসীবে
ফাডা জালেও আসিবে!!
কারন এই ইন্ডিয়ার এই কেস টাই অনেক দিন ধরে ঝুলে ছিল।
মন্তব্য করতে লগইন করুন