সংঘাত যেখানে অনিবার্য:

লিখেছেন লিখেছেন আনসারী ০৭ নভেম্বর, ২০১৮, ০৮:১৫:৫৪ রাত

দ্বন্দ্ব ও সংঘাতের মধ্যে আমার অবস্থান নেওয়াটা খুবই সহজ যদি দ্বন্দ্বটা হয় আমার ব্ন্ধু ও আমার প্রতিপক্ষের মাঝে। আমেরিকা যতই শক্তিশালী হউক ফিলিস্তিন ইস্যুতে আমরা খুব সহজেই আমেরিকার বিরোধিতা করতে পারি। কিছু করতে পারি আর নাই পারি ইজরাইলের বিরুদ্ধাচারন আমাদের জন্মগতই আচরন। বুদ্ধি হওয়ার পর থেকেই তাদের শত্রু হিসেবে জেনেছি বুঝেছি।

ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক ভাবে দ্বন্দ্বটা যখন নিজেদের মধ্যেই শুরু হয় তখন আমার অবস্থানটা কি হবে? বাবা- মার মধ্যে ঝগড়া হয়েছে সন্তান হিসেবে কে দোষী আর কে নিদোষী এই ফায়সালা করার দায়িত্ব আমার নয়। বরং বাবা মার দ্বন্দ্বটা যতটা তাড়াতাড়ি মিটমাট হবে ততই আমার জন্য স্বস্তিদায়ক। এদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত সেই জন্মলগ্ন থেকেই। এদেশের প্রতি তাদের কারো অবদান অস্বীকার করার সুযোগও নেই। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল। তাদের ভিতরকার দ্বন্দ্ব সংঘাত যত তাড়াতাড়ি দুর হবে ততই আমাদের জন্য কল্যানকর। রাজনীতির আন্তর্জাতিক অঙ্গনেও এই অস্বস্তিকর অবস্থা লক্ষনীয়। আবেগের জায়গা থেকেই আরব বিশ্বকে শ্রদ্ধার সাথে দেখি। বর্তমান নয়া মেরুকরনে আরবরা তাদের শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে পারছে কি? তুরষ্ক যেভাবে মুসলমানদের অভিভাকত্বের মুখোশ পরে সামনে আসতে চাইছে তাতে আমাদের আনুগত্যটা হবে কার সাথে? স্বাভাবিকভাবেই কারও আনুগত্য মানে আরেকজনের সাথে সংঘাত! এখান থেকে বের হওয়ার উপায় কি?

বিষয়: বিবিধ

৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File