১০ ভাগ ভোট পড়েছে :বাংলাদেশ মানবাধিকার কমিশন

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১৩:২৯ রাত

ডঃ মিজান এই প্রথম সত্য কথা বললেন।

রোববারের জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ১০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন। রোববার কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ স্বাক্সরিত এক বিবৃতিতে বলা হয়, ভোট কেন্দ্রগুলোতে ভোটার ছিলো খুবই স্বল্প সংখ্যক। বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো শতকরা শূণ্য ভাগ থেকে ১০ ভাগ পর্যন্ত। কিছু কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ওই সব আসনে সর্বোচ্চ ২০ থেকে ২৫ ভাগের বেশি ভোট পড়েনি। নির্বাচনকালে ১৫ জন নিহত ও দুই হাজার মানুষ আহত হয়েছে। ভোট স্থগিত হয়েছে ১৪৯ টি কেন্দ্রে ।

বিবৃতিতে আরো বলা হয়, রাজধানীর বেশকিছু কেন্দ্র ভোটারবিহীন থাকলেও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা আসলেই হঠাৎ করে ৪০-৫০ জন দলীয় কর্মী লাইন ধরে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কমিশনের বিবৃতিতে বলা হয়, ১০ ভাগ ভোটার উপস্থিতির নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলা যায়না। এজন্য তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন তফসিল দেয়ার দাবি জানান। আগেই নির্বাচিত ১৫৩ আসনের ফলাফলও বাতিলের দাবি জানান তারা।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159433
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
159435
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
বুড়া মিয়া লিখেছেন : আরে ঐটাও মিছা কথা; হিসাব করলে দেখা যাবে ০.০০০০১% ভোটও পড়ে নাই
159472
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৩
মাটিরলাঠি লিখেছেন : ডঃ মিজান এই প্রথম সত্য কথা বললেন। হটাৎ কানা মিজানের বিবেক খাড়ায়া উঠল কেন? চক্ষুলজ্জা, বেহায়ার চক্ষুলজ্জা? না অন্য কোন কারণ?
159726
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
আবরণ লিখেছেন : ড.মিজান কোনদিনই সত্য কথা বলেন না। আজও হয়ত কোন বদ উদ্দেশ্য নিয়ে প্রায় সত্যের কাছাকাছি কিছু একটা বলেছেন। ভোট পড়েছে ৩ % থেকে ৪% এর মধ্যে।
159731
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৪
শেখের পোলা লিখেছেন : দু কান কাটার লজ্জ্বার বালাই থাকেনা৷
160494
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
শারমিন হক লিখেছেন : ভুয়া সরকারের ভুয়া নির্বাচন। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File