আমরা কি মুসলিম ? তবে, এতো বিভক্তি কেন ? আসলে কি আমরা মুসলিম হতে পেরেছি ভাবুনতো ।

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৯ ডিসেম্বর, ২০১৩, ১০:০১:০৬ রাত

বিচ্ছিন্নতাবাদ কখনই কাম্য নয় । আমার কোন দেশ নাই । আমি বিশ্বের নাগরিক । ভারত ভাগ করে পাকিস্তান জন্ম যেমন ভুল ছিলো তেমনি ভুল ছিলো পাকিস্তান ভংগ । মুসলিম শক্তির বিভাজন যেমন আজ মুসলিম জাতির পতনের কারন তেমনি যেকোন বিভাজন বিদ্বেষ আর ঘৃনা ছড়ায় । যেই ভারতবর্ষ আটশত বছর মুসলিম শাসনের অধীনে থাকের পরও কখনো হিন্দু মুসলমান দাঙ্গা হয় নি (রাজায় রাজায় যুদ্ধ হয়েছে কিন্তু সাধারন মানুষের প্রানঘাতি দাঙ্গা হয় নি) সেই ভারতে দুইশত বছরের ইংরেজ শাসনে এতো দাঙ্গা ! বিশেষ করে বিংশ শতাব্দির সেই সাতচল্লিশ বছর রক্তস্নাত ভারত । বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ছিলো এই ভারত । আজো আয়তন জনসংখ্যায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ অখন্ড ভারত । উইকিতে লেখা আছে ভারতের হিন্দু ৮০% যেটা একটা ১০০% মিথ্যা কথা প্রকৃত পক্ষে ভারতে হিন্দুদের পরিমান ৬৭% এর সামান্য বেশি । মুসলিম আছে ২১% এর মতো । ভারতের জনসংখ্যা ১০০ কোটি হলে মুসলিম আছে ২১ কোটি, বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে মুসলিম আছে ৩৮ কোটি ২১+৩৮ = ৫৯~৬০ কোটি এখন হিসেব করুন তো হিন্দু মুসলমানের পরিমানটা । হিন্দু হবে ৭০ কোটি মুসলিম ৬০ কোটি একটা ব্যালান্স আছে কিন্তু । বিগত ষাট বছরে ভারতে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ার কথা ছিলো সেই হারে বাড়ে নি, কারন একটাই দাঙ্গা আর দমন নিপিরন ।

ব্রিটিশ ফরাসী যত দ্বন্দই থাকুক না কেন এক বিষয়ে তারা এক । মুসলিম বিনাশ । একাদশ শতকে শুরু করা ক্রুসেডের চুড়ান্ত পরিনতি ১৯২৪ সালের উসমানীয় খিলাফাত এর বিনাশ আর জেরুজালেম পুনর্দখল এর মাধ্যমে । আর কখনই যাতে মুসলিম জাতই এক হতে না পারে সেজন্য মুসলিম খিলাফাত ভেঙ্গে শতভাগ করা হলো । মুসলমানের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো জাতীয়তাবাদের বিষবাষ্প । জাতীয়তাবাদ আর একদেশদর্শীতার সংকীর্ণ মতবাদে মুসলিম জাতি সেই যে বিভক্ত হলো আর এক হতে পারলো না । রাসুল সঃ এর সেই হাদিস তারা ভুলে গেলো । গনতন্ত্রের খোলসে আবদ্ধ হয়ে পরলো মুসলিম সালতানাত । বিশ্ব মুসলিম উম্মাহ একটি দেহের মতো না হয়ে হয়ে পরলো বিচ্ছিন্ন কীটের ন্যায় । ভাষা গোত্র দেশে বিভক্ত মুসলিম জাতিকে এক করার কোন উদ্দোগই নাই । আজ এক বাংলাদেশীর অপমানে অপমানিত হই কিন্তু লক্ষ কোটি মুসলমানের অপমান আমাকে স্পর্শ করে না । একজন মান্নাদে নেলসন মন্ডলের মৃত্যুতে শোকের মাতম করি কিন্তু ভুলে যাই নিরপরাধ নয় বছরের ছোট্ট নাবিলার কথা কিংবা গাযা শহরের সেই মুয়াজ্জিন আতিয়া মোবারাকের কথা যিনি কিনা আযান দেওয়ার সময় শহীদ হয়েছিলেন । স্বাধীনতার চল্লিশ বছর ষাট বছর উদযাপন করি কিন্তু খিলাফাত পতনের নব্বই বছর হতে চললো আমাদের কোন ভাবাবেগ নেই । পরিতাপ হায় পরিতাপ । আমরা নাকি আবার মুসলিম ।।

বিষয়: বিবিধ

১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File