ওরা কিভাবে পালাবে?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৯ জানুয়ারি, ২০১৫, ০২:২৬:৪০ দুপুর

সময় আর বেশী নেই।

গরু জবেহ করলে, শেষবারের মত বড় করে একটা দাফ দেয়, সেই দাফ আমরা দেখতে পারছি বর্তমানের অবৈধ সরকারের মাঝে।

ওরা বর্তমানে পালাবার রাস্তা আবিস্কার করছে, কোন পথে পালালে জানটা রক্ষা পাবে।

তারা অনেকের নিকট দৌড়-ঝাপ শুরু করে দিয়েছে ২১ জনের রক্ষার কবচের জন্য। অন্তত পক্ষে ৪জনের জন্য কবচ চাইই, চাই।

আবার অনেকেই কয়েকটি দেশের ভিষাও লাগিয়ে রেখেছে, যাতে করে মুহুর্তেই পালাতে পারে।

আবার অনকে নেতা, মন্ত্রী গোপনে বিরুধী দলের সাথে আতাতের কাজটিও সম্পূর্ণ করে রেখেছেন।

তবে মূল্যবাদ কথাটি হল: সরকার দলের মাঝে বর্তমানে দ্বন্দ একেবারেই চরমে। কবে যে, একে অপরকে খতম করে এত্থেকে নিস্তার পায়, সে সুযোগও খুজছে তারা।

তাদের মনে এ আতঙ্কটি বেশী বিরাজ করছে যে, কুকুর মারা গেলে তার জন্য কেউ দরদ দেখায়, তবে তাদের জন্য দরদ দেখার কেউ থাকবে না।

কুকুর পেটানো অনেকেই দেখেছেন, তবে তার চেয়েও যে, তাদের অবস্থা আরো ভয়াবহ হবে, এটা তারা হারেহারে অনুভব করছে।

স্বাধীনতার বিরুধী এই শক্তিকে জনগণ প্রতিশোধ নিবে এটাই স্বাভাবিক ব্যাপার।

তবে অপেক্ষা করুন অল্প, একেবারেই অল্প সময়।

সেই সময় আর বেশী দেরী নয়, বাংলার মানুষের হবে যে বিজয়।

বাংলার জনগণের সুনালী সকাল একেবারেই নিকটে।

সুখে থাকুন।

বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302012
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৫
মোঃআয়নাল হক লিখেছেন :
অল্প সময়।
সেই সময় আর বেশী দেরী নয়, বাংলার
মানুষের হবে যে বিজয়।
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
244330
প্রিন্সিপাল লিখেছেন : সত্যিই শুধু একটুখানী অপেক্ষা করুন।

অনেক ধন্যবাদ ভাই মোঃ আয়নাল হক'কে
302014
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
244331
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ আমার আদরের দুষ্টু পোলাকে।
302017
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
অনেক পথ বাকি লিখেছেন : কিন্তু জবাই তো এখনো করা হয়নি
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
244332
প্রিন্সিপাল লিখেছেন : হয়েছে, হয়েছে। তবে অনেকেই এখনো বুঝতে পারেনি।
ভাই ‍‍‍"অনেক পথ বাকি", পথ আর বাকী নেই।
অনেক ধন্যবাদ।
302021
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
244333
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ আমার আদরের দুষ্টু পোলাকে।
302022
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫০
হতভাগা লিখেছেন : কুনখান থেইক্কা যে এইসব খবর জোগাড় করেন ?
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
244334
প্রিন্সিপাল লিখেছেন : প্রিয় হতভাগা, আপনাকে সুভাগা বলেই ডাকবো।
সংবাদ কোথায় থেইক্কা নয়, বরং এক্কেবারেই ছাক্কা খবর।
অনেক ধন্যবাদ।
302026
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৬
আহমদ মুসা লিখেছেন : রাজনীতিবিদদের জন্য হয়তো শেখ হাসিনাকে হঠানো গনতন্ত্র এবং ভোটের অধিকার হতে পারে। কিন্তু দেশের সব শ্রেণী পেশার সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে শেখ হাসিনাকে হঠানো এখন বাচা মরার লড়াইয়ে পরিনত হয়েছে। আজ দেশের এমন কোন গ্রাম নেই, এমন কোন পাড়া মহল্লা নেই যেখানে শেখ হাসিনার আওয়ামী সরকার অসহায় নিরাপরাধ খেটে খাওয়া মানুষকে ফৌজদারী মামলার জালে আটকায় নি। অসংখ্যা মানুষ আজ বাড়ী ছাড়া, ঘর ছাড়া, পরিবার পরিজনের সাথে দেখা স্বাক্ষাৎ করতে পারছে না পুলিশী নির্যাতন এবং আওয়ামী দলীয় গুন্ডা সন্ত্রাসীদের অত্যাচারে। লক্ষাদিক মানুষকে পুলিশী নির্যাতনে চিরতরে পঙ্গু করে দিয়েছে হাসিনার জালেম সরকার বিগত আট বছর ধরে। হাজার হাজার প্রতিবাদী জনতাকে গুলি করে শহীদ করেছে হাসিনার খুনী সরকার। সুতরাং এখন মানুষ গনতন্ত্র এবং ভোটের অধিকারের কথা বলছে না। মানুষ বলছে বাচাঁর অধিকার চায়। নিরাপদে পরিবার পরিজন নিয়ে স্বাধীনভাবে ন্যুনতম নাগরিক অধিকারটুকু চায় আপাতত। এই অধিকার প্রতিষ্ঠার জন্য খুনী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হঠানোর কোন বিকল্প নেই।
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০১
244335
প্রিন্সিপাল লিখেছেন : প্রিয় আহমদ মুসা ভাই! আমি আপনাকে অনেক স্মরণ করি।
তরী যখন একেবারে কিনারায় ভিড়ে, তখন আর উত্তাল ঢেউয়ের তোয়াক্কা কয়জনে করে?

আর একটু..

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আহমদ মুসা কে।
302027
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : খবরের সুত্র কি?
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
244336
প্রিন্সিপাল লিখেছেন : ভাই মোতাহারুল ইসলাম!
পূর্ব গগণে সূর্য উদয় হওয়ার আভাষ যদি সকাল আমণের জন্য স্বাক্ষীর প্রয়োজন হয়, তবে.....
অনেক ধন্যবাদ আপনাকে।
302030
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২১
প্রবাসী যাযাবর লিখেছেন : কোকোর জানাজা আওয়ামীলীগ বর্জন করেছে । বাংলাদেশের লক্ষ জনতা জানান দিয়েছে তারা কাদের সাথে আছে। এটা আওয়ামীলীগ বুঝেগেছে। প্রবাদ আছে যে রাগলে হেরে যায়, শেখ হাসিনা রেগে গেছে, এটা হারার লক্ষণ ।
302033
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হযরত প্রিন্সিপাল হুজুর একটু বেশী আশাবাদী হয়ে গেলেন মনে অয়! অতো সহজেই কি আমাগো রত্নবালা বিবি ক্ষ্যমুতা চাইড়বার পারবো? হেতি ক্ষ্যমুতা চাইড়বার চাইলেও ক্ষ্যমুতা তো হেতির পশ্চাতে ইন্ডিয়ান সুপার গ্লু দিয়া আটকানো আছে। বেচারী কত্তোবার ক্ষ্যমুতা চাইড়বার চাইয়াও হারতেছে না। পশ্চাতে এমুনভাবে শক্ত কইরা লাগছে যে উরুর চামড়া চিড়ে যাচ্ছে মাগার সুপারগ্লুর আকর্ষণ শক্তি কমছে না। অলরেজি ম্যঙগু পাবলিকের টানাহেচড়াতে পশ্চাতের উরু থেইক্যা লাল সুরগা ঝড়তাছে! মাগার ক্ষ্যমুতার কুরসি ঝড়তেছে না!!! ইনডিয়ান সুইপার গ্লু বলে কেথা!!
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
244338
প্রিন্সিপাল লিখেছেন : "গ্যাঞ্জাম খানের খোলা চিঠি" ভাই!
আবেগ নয়,বরং এক্কেবারেই ছাক্কা।
আর একটুখানী..... দেখুন।

অনেক ধন্যবাদ আপনাকে।
১০
302042
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ । ভালো লাগলো ভাইয়া ।
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
244337
প্রিন্সিপাল লিখেছেন : জনাব, সন্ধাতারা!
আপনাকেও অনেক ধন্যবাদ।
১১
302063
২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০০
আমি মুসাফির লিখেছেন : আপনার পোস্ট পড়ে বড়ই আশাবাদি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুঃসময়য়ে মানুষকে আশা দেয়া খুব ভাল কাজ।
১২
302089
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪১
শেখের পোলা লিখেছেন : 'ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালাকে বাদ'
কারবালা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে ইসলাম হয়তো একটু এগুবে আর জিন্দা হবে মন্দের ভাল৷ তাই হোক৷
১৩
302162
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৮
sarkar লিখেছেন : খবরের সত্যতা যাচাই বাছাই ছাড়াই বলা যার সরকারের সময় শেষ।কিন্তূ পালাবার পথ পাচ্ছেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File