♪♪__তিতা কথা-(২)__♪♪ ===>>>^^^^<<<===

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ জুলাই, ২০১৬, ০৫:০৬:৩৮ বিকাল

♪♪__তিতা কথা-(২)__♪♪

===>>>^^^^<<<===

দুই বন্ধুর আলাপ হচ্ছিল। আক্কেল আলী বলল, লোকেরা বলে, হুসে-জ্ঞানে মানুষ। অর্থাৎ যার হুস মান-সম্মত তিনিই মানুষ।

সবজান্তাঃ ঠিকই তো অাছে, তুই কি এর উল্টা বলিস নাকি?

আক্কেল আলীঃ অথচ দেখ, অনেক মানুষ আছে যারা হুসে ষোল আনা হলেও জ্ঞানে মাতাল।

সবজান্তাঃ বুঝিয়ে বল!

আক্কেল আলীঃ ধর পার্শ্ববর্তী পড়শির সাথে ঝামেলা হল, টাকা-পয়সা, জায়গা-জমি, ব্যবসা-বাণিজ্য অথবা সন্তানদের ঝগড়ার কারণেও হতে পারে। হতে পারে হাঁস-মুরগী, গরু-ছাগলের কারণেও। কিন্তু ঘটনাগুলো রাগের মাথায় টানতে টানতে এতদুর নিয়ে যাওয়া হয় যে মূল ঘটনার Facevalue’র ১৫/২০ গুণ এমনকি তারও বেশী টাকা খরছ করে ফেলে উভয় পক্ষ অথচ কোন সমাধানে পৌছতে পারে না।

সবজান্তাঃ ঠিক বলেছিস, এ ব্যাপারে আমি তোর সাথে একমত। অনেক সময় এমনও দেখা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থ রাগের মাথায় অপচয় করা হয় তা দিয়ে পল্লীগ্রামে একটি কালবার্ড, একটি স্কুল কিংবা মাদ্রাসা অথবা একটি হাসপাতাল হতে পারত। কিন্তু রাগে মানেনা আপনে মোড়ল………

আক্কেল আলীঃ দোস্ত রাগে মানে না আপনে মোড়ল মানে কি? এতদিন তো জানতাম অন্যরকম!

সবজান্তাঃ আরে, সব সময় সব কথার মানে খোঁজা ঠিক না। আসল কথায় আয়।

আক্কেল আলীঃ আচ্ছা বাদদে, আসল কথা হচ্ছে আমরা যদি রাগটাকে ফিল্টারিং করতে পারি তাহলে আমাদের অপচয়টা অনেকাংশে কমে যেতে পারে।

সবজান্তাঃ ফিল্টারিংটা কি রকম?

আক্কেল আলীঃ ধর রাগ, অভিমান, মারামারি সব হল। কিন্তু সেটার প্রতিক্রিয়া বা প্রতিশোধ নিতে গিয়ে আমরা যদি ঘটনার ভেল্যুয়েশন করে আগ বাড়াই তাহলে হিসেবে লজ হবে না।

সবজান্তাঃ যেমন?

আক্কেল আলীঃ একজনের ছেলে খেলতে গিয়ে পাড়ার ছেলের সাথে মারামারি করে কানের পাশ সামান্য কেটে রক্ত বের হয়। এতে যদি আহত ছেলেটির বাবা ১ হাজার টাকা খরছ করে মেডিকেল সার্টিফিকেট যোগাড় করে আরো হাজার টাকা থানায় খরছ করে এটেম টু মার্ডার কেস করে তাহলে প্রতিপক্ষ তো আর বসে থাকবে না? অথচ বড়জোর ২০০ টাকার ওষুধ খেয়ে ঘা শুকিয়ে যেত। সামাজিক ভাবে মিমাংশায় আসা যেত। কিন্তু আমরা ব্যাংঙকে টানতে টানতে সাপ বানিয়ে ফেলাতে ওস্তাদ।

সবজান্তাঃ শেষ কথা কি ?

আক্কেল আলীঃ শেষ কথা হচ্ছে, মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া। রাগের মাথায় সিদ্ধান্ত না নেয়া এবং কিছু স্থুল বুদ্ধির স্বঘোষিত বিচক্ষণ বন্ধু বা পড়শির কথা বা পরামর্শ এড়িয়ে যাওয়া।

Good Luck

Thumbs Up তিতা কথা-(১) পর্ব

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374951
১৯ জুলাই ২০১৬ বিকাল ০৫:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কথা্।
অনেকে তো রাগ দেখাইতে গিয়া নিজের ঘরই ধসাই দেয়!!!
১৯ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৭
310984
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor বাহার ভাই রাগ করে মেকআপ নিছিল ঈদের আগেTongue
১৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
310987
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Crying Crying Talk to the hand
১৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
310988
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Crying Crying Talk to the hand
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:৩৯
310998
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
374955
১৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
কুয়েত থেকে লিখেছেন : পার্শ্ববর্তী পড়শির সাথে ঝামেলা ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
310989
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার ঝামেলা ভাল লাগে?:Thinking :Thinking
০৮ আগস্ট ২০১৬ রাত ০২:১১
311772
কুয়েত থেকে লিখেছেন : পার্শ্ববর্তী পড়শির ঝামেলা
375026
২০ জুলাই ২০১৬ রাত ০৯:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:২৩
312868
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওয়ালাইকুম সালাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File