বৃষ্টির ছোঁয়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৮, ০৭:০৩:০৮ সন্ধ্যা

যেন বৃষ্টি এল তুমি এলে সাথে

থেকে গেলে বৃষ্টি মধুর রাতে

অনেক দিনের পরে আবার

তোমার সঙ্গ পেয়েছি।

অনেক কথা জমেছিল হৃদয় অনল পুড়ে

কাব্য হয়ে ঝরেছিল ডায়রীর পাতা জুড়ে

কতো রাত ভোর হয়েছে

তোমায় পেতে চেয়েছি।

যেন বৃষ্টি শেষে তুমি গেছ চলে

নয়নটুকু ভরিয়ে দিলে জলে

আবার কবে আসবে বল

পথ চেয়ে থেকেছি।

বিষয়: বিবিধ

৬১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385201
২৯ এপ্রিল ২০১৮ রাত ১০:১৯
আমি আল বদর বলছি লিখেছেন : হায়রে বৃস্টি তুই আবার ফিরে এসে ভাইজানের মনটারে ঠান্ডা করে দে Tongue
০২ মে ২০১৮ সকাল ১১:১১
317621
বাকপ্রবাস লিখেছেন : মরুতে বৃষ্টি আয় আয়
মনটা জুড়ায়
385223
৩০ এপ্রিল ২০১৮ রাত ১১:৪১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : তুমি এলে তাই অনেক দিন পরে বুঝি বৃষ্টি এলো..... সেই গানের মত। মন ছুঁয়ে গেল কবিতাটি।
০২ মে ২০১৮ সকাল ১১:১১
317622
বাকপ্রবাস লিখেছেন : এটাও গানের ষ্টাইলে লেখা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File