তোমার শোক!

লিখেছেন লিখেছেন নুরহোসেন ২৪ অক্টোবর, ২০১৯, ১০:০৪:১৮ রাত

ছেড়া পুঁথির মালা

ইঁদুরে কাটা ডায়েরী,

কালি শুন্য কলম

আর পাঁজরে জমানো তোমার পুরাতন ভালবাসা।

দক্ষিনের বন্ধ জানালা

ফাঁকা পড়ার টেবিল,

একলা পুকুর ঘাট

নষ্ট সাইকেলে খুঁজি আজো তোমার বিচরণ।

ব্যস্ত শহর ক্লান্ত দেহ

বাড়ছে অসুখ কমছে আয়ু,

বিষে ভরা ঢাকার বায়ু

ভাল আছি তবুও বুকে জমছে তোমার শোক।

বিষয়: বিবিধ

৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File