সুখ-দুঃখ ******************* মাওলানা আবদুল হামিদ

লিখেছেন লিখেছেন ইনসানিয়াত ১০ নভেম্বর, ২০১৭, ১০:৫৬:৩২ রাত

সূর্য ভোর থেকে বিকেলতক আলো দেয় সর্বদা

আপন তেজে জলে যায় সকাল-সন্ধা

মাঝে মাঝে মেঘ ঘটায় বিঘ্নতা

নিমিশেই আলোকিত হয় এ ধরা

আকাশে মেঘ দেখে কর না কভু ভয়

বাতাসের ধাক্কায় উড়ে যাবে নিশ্চয়।

জীবনে দুঃখ দেখে হয়োনা নিরাশ

সুখ আসবেই রাখ আত্মবিশ্বাস

আকাশে মেঘ না থাকলে খরা-অনা বৃষ্টি

জীবনে দুঃখ না থাকলে সুখের মানে কি?

বিষয়: বিবিধ

৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File