নিরপেক্ষ নিউট্রন

লিখেছেন লিখেছেন ভাবুক ০৯ আগস্ট, ২০১৭, ১২:৫৬:৩৮ দুপুর

আমরা যারা পড়ালেখা করেছি,তারা কমবেশি পরমানু সম্পর্কে জানি।এটাও জানি যে পরমানুতে তিনটি কনা থাকে।ইলেক্ট্রন,প্রোটন ও নিউট্রন।ইলেক্ট্রন ঋনাত্বক চার্জযুক্ত,প্রোটন ধনাত্বক আর নিউট্রন নিরপেক্ষ। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগেনা নিউট্রন নিরপেক্ষ কেন? নাকি শুধু এটা মনে হয় ধনাত্বক ও ঋনাত্বক দুই কনা দখল করে নিয়েছে। আর বাকি নিরপেক্ষ,তাই নিউট্রন নিরপেক্ষ!!!

আসলে তা নয়। আমরা জানি পরমানুর কনিকা তিনটি। কিন্তু ১৯৬৪ সালে আমেরিকান পদার্থবিদ মারে গেলম্যান শোনালেন "কোয়ার্ক" নামে আরেকটি ক্ষুদ্র কনার কথা।যেগুলো দিয়ে গঠিত হয় ইলেক্ট্রন,প্রোটন ও নিউট্রন এবং নির্ধারিত হয় কোনটা ধনাত্বক,কোনটা ঋনাত্বক ও নিরপেক্ষ হবে।প্রকৃতিতে ৬ধরনের কোয়ার্ক আছে। এর মধ্যে দুটি হলো আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক।মূল‌কনিকার মতো এদের ও‌ মান আছে।তবে মানগুলো পূর্ণসংখ্যায় নয়। আপ কোয়ার্কের মান +⅔ ও ডাউন কোয়ার্কের মান -⅓। দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক মিলে প্রোটন,একটি আপ কোয়ার্ক পাঁচটি ডাউন কোয়ার্ক মিলে ইলেক্ট্রন এবং একটি ডাউন কোয়ার্ক ও দুটি ডাউন কোয়ার্ক মিলে তৈরী হয় নিউট্রন।(⅔-⅓-⅓=০)যাদের যোগফল শুন্য।যার কারনে নিউট্রন চার্জবিহীন।এবং নিউট্রন কোনো বৈদ্যুতিক আকর্ষন ও বিকর্ষব ক্রিয়ায় অংশ নেয়না।

,

,

ক্রেডিট:বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন

ভাবনায় বিজ্ঞান:৪

ইসমাইল হোসেন

বিষয়: বিবিধ

৫৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File