পায়নি নারী আজও মুক্তি, মুক্তির জন্য চাই সুষ্ট প্রয়াস

লিখেছেন লিখেছেন আশফাক জুনেদ ১২ মে, ২০১৭, ০৯:৫১:২৪ রাত



পুরুষ শাষিত এই সমাজে নারী এখনও পায় নি তার আত্বসম্মান মর্যাদা। এখনও তারা বের হতে পারে নি পরাধীনতার শিকল থেকে। নারীকে এখনও মনে করা হয় ভোগ বিলাশের পন্য হিসাবে, কিন্তু কেন?কেন তাদের এই অবক্ষয়? নারীরা মায়ের জাতি, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আমাদের উচিত তাদের মাতায় তুলে রাখা কিন্তু আমরা কি তা করছি? অবস্যই না,উল্টো তাদের আমরা ব্যবহার করছি। শহরের কথা বলি , আজকাল শহরের দিকে লক্ষ করলে দেখা যায় শহরের আনাচে কানাচে বিভিন্ন পন্যের বিজ্ঞাপনের সাথর মেয়েদের নানা অশ্লীল ছবি লাগানো হচ্ছে, এতে কি তাদের মর্যাদা ক্ষুন্য হচ্ছে না? এখানে কি নারীকে ব্যবহার না করলেই নয়! আজ নারীকে বিভিন্ন পাঁচতারকা হোটেলে মডেল নাম করে অশ্লীল পোষাক পরিয়ে উপস্থাপন করা হচ্ছে ইচ্চে মত। এতে যে পুরুষের হাত বেশি এটা বলা যাবে না, ক্ষতিপয় নারীর ও ভুমিকা রয়েছে। এবার গ্রামীণ নারীর জীবনের কথা বলা যাক, শহরের নারীর জীবন থেকে গ্রামীন নারীর জীবন আরও দুর্বিষহ, এখানে নারী প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। পুরুষের নানা আদেশ নিষেধ মান্য করে চলতে হয় আর একটু হেরফের হলেতো রক্ষা নেই, নারীই যে একটি মানুষ তারা ভুলে যায় তাদের ও তো ভুল ত্রুটি হতে পারে এটা তারা মানতে চায় না। নারীকে সুধু সাংসারিক কাজের জন্য কি বিয়ে করা হয় তার কি আর কোন অধিকার নেই। আজ ছেলেদের চাইতে মেয়েদের সন্দেহের চুখে বেশি দেখা হয়, বাজার থেকে বড় মাছ এলে তার মাথা ছেলেদের দেওয়া হয়, কিন্তু কেন?? কারন ছেলে রুজকার করে খাওয়াবে, আচ্চা একটি মেয়েকি তা পর্দার সহিত করতে পারে না! যেটা ছেলে করছে। আজ মেয়েদের উচ্চ পর্যায়ে লেখা পড়া করতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে মেয়েদের বেশি লেখাপড়া দরকার নেই। কিন্তু তারাও যে সমৃদ্ধির আগামির দেশ গড়তে পারে এটা কেউ মাথায় রাখে না, আজ নারীদের সবক্ষেত্রে অবহেলা করা হচ্চে, যে নারীর মর্যাদা আমাদের প্রিয় নবী করীম (সা)দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন তা কেন আমারা রক্ষা করতে পারি না। প্রশ্ন বিশ্ব বিবেকের কাছে?তাই আসুন নারীর মর্যাদা দেই তাদের আত্বসম্মান ফিরিয়ে দেই, এবং নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর আগামির বিশ্ব গড়ি।

বিষয়: বিবিধ

৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File