ক্যামেরুনের_ট্রেন_আর_শেখ_হাসিনার_ভ্যান-মাহবুব সুয়েদ

লিখেছেন লিখেছেন সমশেরনামা ২৮ জানুয়ারি, ২০১৭, ০১:৪৯:২৮ রাত

এক-বছর দুয়েক আগে ততকালীন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরুন ট্রেনে চড়ে অফিসে যাওয়ার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল।এর কিছুদিন পরে তুরস্কের নেতা এরদোগানের বাসে চড়ার ছবি আসল।আমরা বলাবলি করলাম উনাদের দেখে হজরত ওমরের কথা মনে পড়ছে।সরল জীবনের অধীকারি নেতা তারা।আমাদের আফসোস ছিল চোখে পড়ার মত।সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের নেতাদের এমন চরিত্রের অধীকারি হওয়ার আহবান জানালাম।

দুই-আজ সকালে ঘুম থেকে উঠে অভ্যেসমত ফেসবুকে ঢু মারতে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একগাদা বৃটিশ আত্মীয়রা হাসিমুখে ভ্যান গাড়িতে চড়ছেন।বিভিন্ন অনলাইন বা জাতীয় দৈনিকগুলো তা নিয়ে প্রশংসা সুচক নিউজ করেছে।নিউজ গুলোর লিংকের নিচে নানা জন নানা মন্তব্য করছেন।প্রধানমন্ত্রীর এমন হাসিমাখা ভ্যানে বসা ছবি দেখে অনেকে ই বলছেন একজন খাটি বাঙ্গালি প্রধানমন্ত্রীর বাস্তব নমুনা তিনি।অনেকে আবার তৈল মর্দন করছেন আপন ধারায়।আমি শুধু দেখছি।আজ ফেসবুক ভেসে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর 'ভ্যান' ছবিতে।বলা যায় ফেসবুকের জন্যে আজ 'ভ্যান দিবস'।যদিও ভ্যানের পেছনে অজস্র নিরাপত্তা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে এমনকি ড্রাইভারকে দেখে ও একজন সুদর্শন বিসিএস ক্যাডার উন্নত ড্রাইভার মনে হচ্ছিল।

তিন-এসব দেখে অনভ্যস্ত বাংলাদেশের জনসাধারনের জন্যে এধরনের কাজকে মজার চমক বলে ই মনে হয়।আমরা এমন নেত্রী ই চাই।আমরা আশাবাদী হয়ে উঠি।তাদের এমন চমকে চমকে আমরা অনেক কিছু ভুলে যাই।আমরা তাদের ক্যামেরুন বা এরদোগান ভাবতে শুরু করি।তারিফ করি আর লাফালাফির সাথে তৈল মর্দন দেই।এটা ই আমাদের জাতীর অভ্যেস।তরুনেরা বেশ উতসাহিত হয়ে উঠে এসব দেখে।আশা দেখে।ভাবে হায় আমরা ও কি তাইলে ওদের মত উচু জাতের হতে যাচ্ছি?আমাদের মিডিয়া,সোশ্যাল মিডিয়া,রাস্তা ঘাট বা চায়ের টেবিল সবকিছুতে ধোয়ার সাথে সাথে ভ্যান বা নৌকা অথবা গুলেজা বেওয়ার জড়িয়ে ধরা গানের কথা লহরীতে বাজতে থাকে।কারন আমরা অতি আবেগ নির্ভর বাঙ্গালি।আমাদের রক্তে আবেগ।১৯৪৭ এ বর্বর পাকিদের সাথে আমরা এই আবেগের জোরে মিলেছিলাম আবার ১৯৭১ এ বেরিয়ে এসে এক দলীয় বাকশাল ও করেছিলাম।এটা ই আমাদের জাতীয় চরিত্রের সৌন্দর্য।আমরা ক্ষমায় বিশ্বাসী আর অতি সরল।

চার-ক্যামেরুন বৃটিশ প্রধানমন্ত্রী আর এরদোগান তুরস্কের নেতা।তারা উদার গনতন্ত্রে বিশ্বাসী শিক্ষিত এবং মার্জিত চরিত্রের অধীকারি।বিশ্বের অন্যতম শক্তিশালি দেশসমুহের নেতা তারা।তারা নিজেদের দেশে গনতন্ত্র বা আইনের শাসন প্রতিষ্টায় লড়ে গেছেন।সাধারনের মুখে হাসি ফুটিয়ে নিজেরা শুধু দিয়ে গেছে দেশে বা জাতীকে।একজন ক্যামেরুন ব্রেক্সিট ইস্যুতে নিজে থেকে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর মত লোভনীয় পদ থেকে সরে দাড়িয়েছেন।একজন এরদোগান তার দেশের জনসাধারনের মাথার মুকুট।তারা রাস্তায় বা ট্রেনে অথবা হাওয়াই জাহাজে চড়ে মানুষকে দেখাতে নয়।তারা চড়ে নিজেদের সেরকম ফ্রি চলার অধিকার বা নৈতিক সাহস আছে বলে।তারা কেউ বিনা ভোটে ক্ষমতারোহন করে স্বাদ নিচ্ছেনা।গনতন্ত্র হত্যা করে বা রাজনৈতিক উচ্ছাবিলাস সাধনে নিরীহ মানুষ হত্যা করছেনা।তারা একজন চৌধুরী আলম বা ইলিয়াসের মত উদীয়মান জাতীয়তাবাদীকে গুম করেনি।তারা কেউ হাজার হাজার মানুষকে পঙ্গু করেনি বা গুন্ডা বাহিনীকে প্রকাশ্যে গুলির হুকুম করেনি।তারা কেউ নিজ পুত্রকে উচ্চ বেতনের উপদেষ্টা বানিয়ে ফায়দা নেয়নি।তারা কেউ দেশের স্বার্বভৌমত্বের উপর অন্যদের নজর দিতে দেয়নি।তার হচ্ছে খাটি দেশপ্রেমিক।তারা গনতান্ত্রীক আর উদার নৈতিকতায় বিশ্বাসী।

পাচ-যারা একজন শেখ হাসিনাকে নিয়ে লাফালাফি করে তাদের উপরের বিষয়গুলো নিয়ে ভাবা উচিত।একথা অস্বীকার করছিনা যে উনি বঙ্গবন্ধুর কন্যা।উনি শিক্ষিতা।কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রীরুপে আমাদের সামনে এসে নানা ভনিতা করেন বা চমক দেখান তখন আমি তাকে ক্যামেরুনের সাথে না মিলিয়ে তার মাঝে আমি একজন গাদ্দাফি বা হোসনি মোবারকের অস্বীত্ব আবিস্কার করি।একজন শেখ হাসিনা একটি গনতান্ত্রীক চেতনায় বিশ্বাসী দেশে যখন বিনা ভোটে কৌশলে ক্ষমতারোহন করেন তখন তাকে আমি পতিত স্বৈরাচার এরশাদ বা আইউব শাহীর সাথে মিলিয়ে দেখি।কারন আমি গনতন্ত্র নির্ভর ধর্মীয় চেতনা সমৃদ্ব একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি।আমি ধর্মান্ধদের শাসন যেমন চাইনা তেমনি কোন অগনতান্ত্রীক বেহায়া দুঃশাসন ও চাইনা।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381534
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:১৩
হতভাগা লিখেছেন : প্রধানমন্ত্রীর বাম পাশে দেখা যাচ্ছে ২ জন এসএসএফ ও একজন আর্মির লোক । পেছনে পুলিশের লটবহর ।

কিছুদিন আগে পুলিশ সপ্তাহ উদ্বোধনের সময় পুরো ঢাকা শহরের চাক্কা জ্যাম করে দেওয়া হয়েছিল ।

টুঙ্গিপাড়ায় কি সেরকম কিছু হয়েছিল?
381540
২৮ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File