শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে বাংলার পোড়ামাটি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ জুন, ২০১৬, ০৪:৩৬:০৬ বিকাল
বিস্ময়কর এক শিল্পনৈপুণ্য। বাংলার পোড়ামাটির সোনা। বিরাট এক সম্ভাবনার দরজা খুলে গেছে। এমন এক সময় ছিল মৃৎশিল্পীরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়ে। সময়ের সাথে তাল মেলাতে না পেরে একদিন তারা ভিন্ন পেশা বেছে নিতে বাধ্য হয়েছিল। তবে একটু একটু করে আবার ঘুরে দাঁড়িয়েছে। নতুন করে খুশির ঝিলিক ফুটে উঠেছে ওদের চোখেমুখে। অসংখ্য পরিবারে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে বাংলার পোড়ামাটি। টালির কারখানায় টালি ছাড়াও টালির আদলে এখন তৈরি হচ্ছে টাইলস। নামকরণ করা হয়েছে বাংলার টাইলস। আধুনিক শিল্পের একটি নতুন প্রয়াস। চোখে পড়ার মতো সাফল্য। ক্ষুধাপীড়িত মানুষগুলো হতাশা কাটিয়ে তারা বিপ্লব ঘটিয়েছে। টাইলস যাচ্ছে ইটালি ও আমেরিকায়। ইউরোপের আরো কয়েকটি দেশও বাংলার টাইলস আমদানির চিন্তাভাবনা করছে। বিদেশিদের কাছে টাইলস এর কদর বেড়েছে। পোড়া মাটির টাইলস আমদানির পর তারা এক ধরনের কেমিক্যাল লাগাচ্ছে। তাতে হয়ে যাচ্ছে আধুনিক টাইলস। যা মজবুত ও টেকসই। রঙও উজ্জ্বল। যা সিরামিক টাইলসের মতো মেঝে ও দেওয়ালে ব্যবহার করছে। প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের টাইলস অর্ডার দিচ্ছে ইটালি ও আমেরিকার বিভিন্ন আমদানিকারক। নতুন প্রযুক্তি বিশেষ করে বাংলাদেশ থেকে টাইলস ইটালি কিংবা আমেরিকায় যাবার পর সেখানে এক ধরণের কেমিক্যাল দিয়ে চকচকে ও ঝকঝকে করা হয়। সেই প্রযুক্তি এখানে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে আরো বিপ্লব ঘটবে। টাইলস এর মূল্য বেড়ে যাবে আরো বেশি। গুণগত মান আরো ভালো হলে বাংলার টাইলসের কদর আন্তর্জাতিক বাজারে বাড়বে। দেশ আয় করতে পারবে আরো বেশি বেশি বৈদেশিক মুদ্রা’।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমেরিকায় টাইলসের অভাব। এ ধরনের টাইলস এখানে ব্যবহার হয় না।
মন্তব্য করতে লগইন করুন