শক্তি দাও আমায়.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ নভেম্বর, ২০১৬, ১২:২৫:১৮ রাত



কথা আর কাজের মিল রাখার

তাওফীক দাও আমায় হে খোদা,

ভালো মন্দ ঠিক বেঠিক বুঝে

নেবার দাও সেই সে মেধা।

Rose

মন্দকে দূরে ঠেলে দিয়ে ভালোর-

কাছে আসতে শক্তি দাও আমায়,

ন্যায় কিছু আমার দ্বারাই না হলেও

না হয় যেন কারো প্রতি কোন অন্যায়।

Rose

আমি অধম, তুমি শক্তিধর

তোমার রহমত ছাড়া আমি নিঃস্ব!

তোমারি রহমতে অবিরাম চলছে

সত্যিকার নিয়মে পুরো বিশ্ব।

Rose

তোমার সৃষ্টি সব সত্যে প্রতিষ্টিত

নেই কোন ত্রুটি বিচ্চুতি,

অন্য কারো কাছে নয়, শুধু মাত্র

তোমারই কাছে আমি হাতপাতি।

Rose

দিওনা আমায় ফিরিয়ে, তুমি ছাড়া

যাবার নেই কোন ঠিকানা,

তুমি সবকিছুর খবর রাখ

দূর করে দাও আমার মনের বেদনা।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379600
০৯ নভেম্বর ২০১৬ রাত ১২:৫৩
আফরা লিখেছেন : আল্লাহ কবুল করুন ।আমীন
০৯ নভেম্বর ২০১৬ রাত ০১:৪১
314276
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
379603
০৯ নভেম্বর ২০১৬ সকাল ০৮:৩৭
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : শক্তি মোদের দাও হে প্রভু হ্ক্ব কথা বলবার
শক্তি মোদের দাও হে প্রভু বাতিলের সাথে লড়বার
১২ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৫
314307
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
379614
১০ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
অন্য কারো কাছে নয়, শুধু মাত্র
তোমারই কাছে আমি হাতপাতি।
-মাশাআল্লাহ! সুন্দর লিখেছেন ভাইজান।
১২ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৫
314308
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
379697
১৪ নভেম্বর ২০১৬ রাত ০২:৫০
আব্দুল গাফফার লিখেছেন : আমিন। Good Luck
১৪ নভেম্বর ২০১৬ রাত ০৩:১৫
314338
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
381442
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:০০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ, আপনার কবিতাটা অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে
১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:৪০
315720
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উৎসাহ মুলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান।
381896
১৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১০:৩৪
মনসুর লিখেছেন : মাশা-আল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:৪১
315721
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File