আমি অসহায় আমি দূর্বল.....✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ জুন, ২০১৫, ০১:৫১:৪১ রাত

মনের ইচ্ছে গুলো ভুল সুধরে নেবার জন্য উম্মুক্ত রাখি......

যেন নিজের ভেতরে নিজেকে নিয়ে দম্ভ না করি।

দূর্বল দেহ ও মনকে যেন সঠিক রাস্তায় রাখতে চেষ্টা করি।



ভুল যেন ছেপে না বসে

আমার চলার পথে,

আমার ভুলে কারও মন

যেন না ভাঙ্গে আঘাতে।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

মনকে বাঁধার শক্তি দাও

আল্লাহ আমার এ বুকে,

তোমাকে যেন মনে রাখি

আমার সকল সুখে দুঃখে।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

আল্লাহ আমি করেছি অনেক

ভুল আমায় মাফ করে দিও,

আমি যেন চলতে পারি সরল

পথে আমায় তৈফিক দিও।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

তুমি সব কিছু দেখ

আল্লাহ তোমার নেই তুলনা,

তোমার নেই শূন্যতা তুমি একক

তোমার তরে হাত পেতেছি করো মার্জনা।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

আমি তোমার সৃষ্টি আমি

অসহায় আমি দূর্বল,

তুচ্ছ আঘাতে তচনচ আমি

চোখে নামে অশ্রু জল।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

আল্লাহ তোমার অভাব নেই

আমি চাই শুধু তোমার কাছে,

আমার অভাব কি তার সব কিছু

তোমার কাছে হিসাব আছে।

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

আল্লাহ তুমি দাও আমাকে

যা আমাকে করবে ধন্য,

ইহকালের কারনে পরকালে

যেন হতে পারি অনন্য!

I Don't Want To See Rose Rose Rose Good Luck Good Luck

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324474
০৪ জুন ২০১৫ রাত ০২:০৭
অবাক মুসাফীর লিখেছেন : আপনার পোস্টগুলো আমাকে ভাবিয়ে তোলে... Thinking Thinking Thinking
০৪ জুন ২০১৫ রাত ০২:২৪
266271
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথম মন্তব্যের জন্য ফুলের শুভেচ্ছা
আজকের পোস্টেটি কি ভেবেছেন বিস্তারিত জানিয়ে আমাকে উপকৃত করুন প্লিজ।
324481
০৪ জুন ২০১৫ রাত ০৩:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।
০৪ জুন ২০১৫ সকাল ১০:৪৮
266342
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন। ধন্যবাদ ব্লগের উপস্থিতি জানিয়ে যাবার জন্য।
324482
০৪ জুন ২০১৫ রাত ০৩:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসসালামু আলাইকুম !

কবিতাটি বেশ ভাবার্থমূলক! আল্লাহ আমাদের সবসময়, সব কাজে সত্য ও সঠিক পথে রাখুন!

জাযাকাল্লাহু খাইর!
০৪ জুন ২০১৫ সকাল ০৮:১৮
266306
ছালসাবিল লিখেছেন : Surprised Surprised ০৩:৫২ এ এম না পি এম Worried Crying
০৪ জুন ২০১৫ সকাল ১০:৫৪
266346
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু " ১০০ তম পোস্ট পড়ার পর যখন ব্লগে উপস্থিতির গাড়তী পেয়েছি মনের ভেতরে প্রশ্ন দাড়িয়েছে..... সত্যি সত্যি কি নেট লাইন বন্ধ করে দিলো.....!

আজকের মন্তব্যে পেয়ে সেই প্রশ্নের মুক্তি দিলাম।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
০৪ জুন ২০১৫ দুপুর ১২:৪৩
266376
আবু জান্নাত লিখেছেন : পোষ্টের ডানে যে তারিখ ও সময় দেখায় তা হল ব্লগ কন্ট্রোল সার্ভার এর সময় অনুযায়ী। এখানে বাংলাদেশের সময় দেখানো হয়। সাদিয়াপি ইতালিতে, বাংলাদেশ টাইম থেকে মাইনাস ৫ঘন্টা। ০৩:৫২ মানে ১০:৫২ @ছালছাবিল।
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৩
266397
ছালসাবিল লিখেছেন : Crying আমি কোথায় Crying
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:৪২
266419
সাদিয়া মুকিম লিখেছেন : জাযাকাল্লাহ আবু জান্নাত ভাই!

এই সমার টাইমে বাংলাদেশ আর আমাদের সময়ের পার্থক্য ৪ ঘন্ট হয়! শীতে ৫ ঘন্টা থাকে!

Happy

আব্দুর রহীম ভাই, আসলে পোস্ট লিখার পর মেহমান নিয়ে ব্যস্ততা ছিলো এবং পরে কয়েকদিন ব্যস্ততা আরো বেড়ে গিয়েছিলো! Happy
324493
০৪ জুন ২০১৫ সকাল ০৮:১৫
ছালসাবিল লিখেছেন : লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ জুন, ২০১৫, ০১:৫১:৪১ রাত Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised

রাতে কি আপনারা চোর পাহাড়া দেন Surprised Surprised Surprised Smug এততত রাতে পোস্ট + কমেন্টস Smug Smug তাহলে আমি দখল দিবো কিভাবে Crying Crying

কার কাছে কম্পেলেইন করবো Worried Smug Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out

কবিতা পরে পড়বো Day Dreaming
০৪ জুন ২০১৫ সকাল ১১:২৭
266353
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
সব হিসাব এখানে লিখে রাখুন পরে জবাব দেয়া হবে।
০৪ জুন ২০১৫ সকাল ১১:৫১
266362
ছালসাবিল লিখেছেন : Smug
০৪ জুন ২০১৫ দুপুর ১২:০৫
266368
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি হলো? চোখ গুরাইতেছন কেরে...?
০৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৫
266375
আবু জান্নাত লিখেছেন : পোষ্টের ডানে যে তারিখ ও সময় দেখায় তা হল ব্লগ কন্ট্রোল সার্ভার এর সময় অনুযায়ী। এখানে বাংলাদেশের সময় দেখানো হয়। আব্দুর রহীম ভাইতো আবুধাবীতে। ০১:৫১:৪১ রাত, মানে আবুধাবীর সময় ১১:৫১:৪১ রাত। @ছালছাবিল।
০৪ জুন ২০১৫ দুপুর ০২:২৯
266390
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এখান থেকে কিছু শেখার

আছে...
জবাবে.... এগিয়ে গেল আবু জান্নাত!!! Frustrated
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৪
266398
ছালসাবিল লিখেছেন : Crying ওহ! মাথা নেই Crying
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৩৭
266402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ♬♬♬♬আওয়াজ দিলেন মাথা নেই....!!!! কার মাথা নেই?
০৪ জুন ২০১৫ রাত ০৮:১৭
266459
ছালসাবিল লিখেছেন : মাথা নেই মানে কতটা অবুঝ আমি Crying
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৪০
266776
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি আপনার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন! এখন থেকে খুব বেশি অনলাইনে আসতে পারবনা ডিউটির সময় বদলি হচ্ছে.... @ছালসাবিল
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৪৪
266778
ছালসাবিল লিখেছেন : আমিও Love Struck
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৪৯
266779
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনিও কেন? রাতে অনলাইনে আসবেই প্রতিদিন।
০৫ জুন ২০১৫ বিকাল ০৪:২৭
266800
ছালসাবিল লিখেছেন : জীবন যুদ্ধ সবসময় একিরকম হয়না ভাইয়া Love Struck ভালো থাকুন আসলে দেখাহবে Love Struck
০৬ জুন ২০১৫ রাত ০১:২৯
266939
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ আসলেই তাই.......! আমার একটি কঠিন সংগ্রাম চলতেছে জানিনা হারি নাকি জিতি....দোয়া চাই।
324510
০৪ জুন ২০১৫ সকাল ০৯:২৯
তবুওআশাবা্দী লিখেছেন : সুন্দর হয়েছে কবিতা |কখন থেকে যেন নিজে নিজেই বলছি :
"আল্লাহ আমি করেছি অনেক
ভুল আমায় মাফ করে দিও,
আমি যেন চলতে পারি সরল
পথে আমায় তৈফিক দিও।"
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৩৯
266403
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যে কথাটি সবার বলা উচিত সেই কথাটিই আপনি নিজে নিজেকেই বলছেন! ধন্যবাদ সুন্দর মন্তব্যটর জন্য।
324540
০৪ জুন ২০১৫ দুপুর ১২:২৭
আবু জান্নাত লিখেছেন : (তৈফিক ও তচনচ সমস্যা। তোমার তরে মানে তোমার জন্য, আল্লাহর জন্য হাত পেতেছেন? নাকি আপনার জন্য )
সুন্দর ও ভালোলাগা কবিতাটির জন্য জাযাকাল্লাহ খাইর।
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৪৩
266404
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তৈফিক ও তচনচ এ কি সমস্যা বিস্তারিত বলুন প্লিজ।

তোমার তরে, মানে- তোমার কাছে.... মানে আল্লাহর কছে হাত পাতা চাওয়া.....

ধন্যবাদ আলোচনা সমালোচনা মুলক মন্তব্যের জন্য।
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
266434
আবু জান্নাত লিখেছেন : শব্দটি তাওফিক, তাওফীক, তৌফিক, তৌফীক হবে, তৈফিক নয়। তচনচ নয়, হবে তছনছ। তরে অর্থ 'কাছে' নয়, তরে অর্থ 'জন্য'। ধন্যবাদ
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৫৪
266781
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তোমার তরে লিখে গুগলে চার্চ দিয়ে দেখুন প্লিজ। বানানের ভুল গুলো রাতে ঠিক করব। এখন ডিউটিতে যাচ্ছি।
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১০
266832
আবু জান্নাত লিখেছেন : তোমার তরে মানে তোমার জন্য বা তোমার প্রতি। তোমার কাছে নয়। আরো গবেষনা করে দেখুন প্লীজ। কবিতায় আছেঃ হে প্রভূ মোদের তরে দাও বিলিয়ে শান্তির সমাধান।
324557
০৪ জুন ২০১৫ দুপুর ০১:২৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৪৪
266405
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও ব্লগে এসে ভালো লাগা অনুভূতি রেখে যাবার জন্য।
324561
০৪ জুন ২০১৫ দুপুর ০১:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই শিক্ষণীয় পোস্ট। এ ধরনের পোস্টের ফলে মানুষ কিছুটা হলেও আল্লাহর জিকির করার সুযোগ পায়। আপনাকে ধন্যবাদ।
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৪৮
266406
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে এক ধরনের কাতুকুতু লাগল....Waiting Waiting অশিক্ষিত এই অধমের পোস্টের মাঝে শিক্ষনীয় বিষয় খূঁজে পেলেন শুনে!!!

এ ধরনের পোস্টে মানুষ আল্লাহর জিকির করার সুযোগ পাচ্ছে শুনেও ভালো লাগলো ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
০৪ জুন ২০১৫ রাত ০৮:৪৬
266483
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাই, এখানে আল্লাহর কথা আছে,
তাঁর সৃষ্টির কথা আছে,
ক্ষমা/মার্জনার কথা আছে,
সরল পথে চলার কথা আছে,
তাঁর দয়া লাভের কথা আছে,
পরকালের কথা আছে। আরো কত কি?
শিক্ণীয় নাই?
324569
০৪ জুন ২০১৫ দুপুর ০২:২৯
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! সুব'হান আল্লাহ !

কবিতার আকারে সুন্দর পোস্ট দিয়েছেন ।
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:৫২
266407
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা ব্লগার নামে থাকলে তিনি খুব বেশি মন্তব্য করতে পছন্দ করেন!!! মন্তব্য গুলোতে সমালোচনা ও ক্লু বের করার কারিগর বললেও কম বলা হবে.... আজকের মন্তব্যে কোন ক্লু নেই..... একেবারে সহজ মন্তব্য এবার আল্লাহর প্রশংসা ভরা মন্তব্য। ধন্যবাদ সহজ মন্তব্যের জন্য।
১০
324684
০৪ জুন ২০১৫ রাত ১১:৪৮
আফরা লিখেছেন :
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! সুব'হান আল্লাহ !
কবিতার আকারে সুন্দর পোস্ট দিয়েছেন ।

কবিতা এবং মন্তব্য খুবই ভাল লেগেছে ।
দুইজনকে না তিনজনকে ধন্যবাদ ।
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:২০
266768
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা এর সাথে একমত......Happyঅসংখ্য ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
১১
324780
০৫ জুন ২০১৫ সকাল ০৮:২৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতা।লিখে যান নিয়মিত।
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:২১
266769
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উপস্থিতি ও পরামর্শ মুলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২
324798
০৫ জুন ২০১৫ সকাল ১০:২০
আহমেদ ফিরোজ লিখেছেন : ভালো লাগলো। ভাই দেখি দিন দিন কবি হয়ে যাচ্ছেন....।
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৩৭
266774
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনার ভালো লাগা মন্তব্যের জন্য। কবি হয়ে যাওয়া নয় কবি হবার যোগ্যতা নেই.... ছন্দে ছন্দে কিছু লিখার চেষ্টা মাত্র।
১৩
324937
০৬ জুন ২০১৫ রাত ০১:২১
এ,এস,ওসমান লিখেছেন : মনকে বাঁধার শক্তি দাও

আল্লাহ আমার এ বুকে,

তোমাকে যেন মনে রাখি

আমার সকল সুখে দুঃখে


ভাই কবিতাটা দারুণ হয়েছে। আল্লাহ আপনার লেখার হাত আরও বাড়িয়ে দিন। আমিন।।।
০৬ জুন ২০১৫ রাত ০১:২৭
266938
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File