সে ফুরফুরে মেজাজেCheer...!? আমি দুঃখ ভারাক্রান্ত মনে.Day Dreaming..! দু'জনার সংসার জীবন যেন দুটি একাকীত্ব জীবনের চেয়েও আরোও বেশী একাকীত্ব! একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এটাই প্রত্যাশা✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ মার্চ, ২০১৫, ০১:২৫:০৭ রাত



১/ আমি চাহি আমার জীবন সঙ্গী আমার মত করে চলবে! আমার আত্ম সম্মান সামাজিকতা ও যোগ্যতা যা আছে তা নিয়ে আমাদের সংসার জীবনটাকে সাজাবে....

বাস্তবতা কি?

আমার জীবন সঙ্গী নিজেও একই মানসিকতার তিনিও চান তার মানসিকতা ও চিন্তা চেতনার বাস্তবায়ন করে আমাদের সংসার জীবনটা সাজাবে!!

২/ দু'জনার চাওয়া যখন এক তখন ধন্ধ, তর্ক বিতর্ক আসাটা অস্বাভাবিক কিছু নয়.....!

আমি যদি বলি উত্তরে যাও.....! সে বলে দক্ষিণে বাতাস আছে ওদিকে যাব! আমিও দেখছি যে দক্ষিণে বাতাস আছে...! যদিও বাতাসের আদ্রতা ও ক্ষতির ব্যপারটা আমার জানা আছে, তার দৃঢ় মানসিকতা ও জেদের কারনে ক্ষতির ব্যাপারটা বুঝিয়ে বুঝে আনার অক্ষমতা আমার.....! দক্ষিণে সে যাবেই.....!! সে যখন যাবেই আমি কি আর করেতে পারি? হয় সাথে দক্ষিণে যাবো না হয় স্থায়ী ধন্ধ বা তর্ক বিতর্ক....!!!

৩/ দু'জন মিলে যখন সংসার, কি আর করা দক্ষিণেই যাচ্ছি; ধন্ধ আর তর্ক বিতর্ক এড়াতে.....! ("দক্ষিণ" "বাতাস" শব্দ গুলো প্রতিকী ব্যবহার) দক্ষিণে গিয়ে দক্ষিণা বাতাসের ১০০ ভাগ ক্ষতি নিরবে বুক পকেটে ভরে ফিরে এলাম দু'জন!!

৪/ সে ফুরফুরে মেজাজে....!? আমি দুঃখ ভারাক্রান্ত মনে...! দু'জনার সংসার জীবন যেন দুটি একাকীত্ব জীবনের চেয়েও আরোও বেশী একাকীত্ব!

এর চেয়ে কষ্ট, এর চেয়ে বেদনা, এর চেয়ে যন্ত্রণা আর কি হতে পারে??

৫/ সংসার ( সং) শব্দটির অর্থ কি শুধু সঙ্গে থাকা? নাকি সঙ্গে থেকে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সহ প্রতিটি মুহুর্ত এক সং.....ঙ্গে অতিক্রম করা?

আমার দুঃখ ভারাক্রান্ত মনটাকে যে জীবন সঙ্গী বুঝতে অক্ষম তার সাথে সংসার করে কি হবে?

আমার জীবন সঙ্গীর কাছে আমি কি আশা করেছিলাম?

আমি আশা করেছিলাম আমার ভারাক্রান্ত মনে একটু শান্তনার প্রলেপ!

আশা করেছিলাম আজকের ক্ষতির বিষয়ে সে উদ্যোগী হয়ে আমার সাথে আলোচনা করবে, আলোচনা করে আগামী দিনগুলোর জন্য সাবধান হবো দুজন দুজনার সংসার জীবনে....।

৬/ কিন্তু বাস্তবতা বড় কঠিন, আমি নিরবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বুঝতে চেষ্টা করলাম তার ভেতরে কোন অনুচুসনা আছে কি না..!

আমি তার ভেতরে কোন অনুচুসনা দেখতে পাইনি, বেদনার অথৈই সাগরে ভেসে যাচ্ছিলাম আমি, দুচোখে বেয়ে যাচ্ছিল অশ্রুর স্রোত! ইচ্ছে করলে আমি নিজেও উদ্যোগী হতে পারতাম কিন্তু হইনি, মনের মধ্যে দৃধা কাজ করছিলো.........

৭/ মনে হচ্ছিল এ এক অভিনয়ের সঙ্গে অভিনব সংসার....! সঙ্গে থেকে সংসারের নামে যারা অভিনয় করে যাচ্ছেন তাদের জন্য সমবেদনা....!

৮/ আমি আজ একটি বিষয়ে একটি ঘটনার কথা সাজিয়ে ঘুঝিয়ে উপস্থাপন করলাম, আসলে মানুষের বাস্তব জীবনে এমন হাজারো ঘটনা ঘটে যা সঙ্গে থাকার জীবনটাকে বিচ্ছিন্ন আরে করে দিতে বাধ্য, তাই আমি প্রথমে আমাকে ও আমার জীবন সঙ্গীকে সতর্ক করছি......। এরপর সতর্কতা আপনাদের জন্য যারা এ লেখাটি পড়বেন।

সঙ্গে থাকা মানে সংসার নয়, সঙ্গে থেকে একজন আর একজনকে বুঝে ভালোটা খূজে নেয়ার নাম সংসার! অনেকে বুঝেও নিজেকে নিজের ভেতরে লুকিয়ে রাখে প্রকাশ করেনা সঙ্গীর সামনে একটু শরম পাবে ভাবে! বুঝতে চেষ্টা করেনা সঙ্গীর সামনে একটু শরম সয্য করলে সঙ্গীর মন যে কত বড় হবে তা ভাববার দরকার।

এই একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এই প্রত্যাশা রাখি...

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309003
১৫ মার্চ ২০১৫ রাত ০১:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মার্চ ২০১৫ রাত ০১:৫৫
249957
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালোলাগা মন্তব্যের জন্য ধন্যবাদ, অনেক দিন পর ব্লগে এলাম পোস্ট নিয়ে, প্রথমেই আপনার মন্তব্য আপনার জন্য শুভকামনা রইলো।
309008
১৫ মার্চ ২০১৫ রাত ০২:০১
সজল আহমেদ লিখেছেন : সংগ্রহে রাখলাম বিয়ে করলে কাজে দিবে :D
১৫ মার্চ ২০১৫ রাত ০২:১০
249958
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, বিয়ে করেননি জানলাম!!! কাজে আসলে ভালো কথা.....
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
250064
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখনো তাহলে আপনি আবিয়াইত্যাদের দলে?
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৭
250216
সজল আহমেদ লিখেছেন : হাহাহা হ্যা সালাহ্'উদ্দিন ভাই বয়স অনেক হয়েছে কিন্তু বিয়ে করিনি।আব্বা আম্মা মেয়ে দেখতে ছেন কিন্তু আমার মত নেই ।
309012
১৫ মার্চ ২০১৫ রাত ০২:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


সঙ্গে থাকা মানে সংসার নয়, সঙ্গে থেকে একজন আর একজনকে বুঝে ভালোটা খূজে নেয়ার নাম সংসার! অনেকে বুঝেও নিজেকে নিজের ভেতরে লুকিয়ে রাখে প্রকাশ করেনা সঙ্গীর সামনে একটু শরম পাবে ভাবে! বুঝতে চেষ্টা করেনা সঙ্গীর সামনে একটু শরম সয্য করলে সঙ্গীর মন যে কত বড় হবে তা ভাববার দরকার।

এই একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এই প্রত্যাশা রাখি...

অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ।
১৫ মার্চ ২০১৫ রাত ০২:৩০
249963
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার ভালো লাগার সাথে কিছু পরামর্শও আশা করেছিলাম....! ধন্যবাদ।
১৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৬
249991
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আপনি সঠিক কথাই লিখেছন।
309017
১৫ মার্চ ২০১৫ রাত ০৩:১৯
মোবারক লিখেছেন : ভালো লাগলো, আপনারা একটা বই আজকে হাতে পেয়েছি,হিজাবের ভুমিকা,
১৫ মার্চ ২০১৫ রাত ০৩:২৫
249971
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগছে জেনে খুশী হলাম! তবে আমরা কোন বই লিখিনি....! যদিও লেখার ইচ্ছা আছে! ধন্যবাদ।
309027
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:১৮
দ্য স্লেভ লিখেছেন : আপনি নিজের কাহিনী বললেন কিনা আল্লাহই ভাল জানে। আপনার সুন্দর সংসার আল্লাহর রহমতে ভরে থাকুক। ভুল বোঝাবুঝি তো হতেই পারে কিন্তু নিজেকে উদ্যোগী হয়ে তা ঠিক করতে হবে। ত্যাগী মানুষিকতাসম্পন্ন হতে হবে। উভয়ে যখন আল্লাহর উদ্দেশ্যে জীবন অতিবাহিত করবে,তখন তাদের জন্যে একে অপরের বিষয়ে ছাড় দেওয়া সহজ।
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:৩৪
250000
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!
309098
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : সহ্য করাটাই একটা অসহ্য ব্যাপার! তবে করতে পারলেতো একজন আরেকজনার কলিজার মধ্যিখানে ঢুকে যাওয়া যায়।

একটা প্রশ্ন, 'বাস্তবতার আলোকে নারীর মর্যাদা রক্ষায় হিজাবের ভূমিকা'- নূর আয়েশা সিদ্দীকা

এই বইটা কি আপনার স্ত্রী রচনা করেছেন? আমি এটা কিনেছি,পড়েছি, বেশ ভাল লেগেছে, শুধু তাই নয়, আমি বইটি আমার অধস্তনদের অনেক পড়িয়ে শুনিয়েছি এবং একজন কে গিপ্ট করেছি। যদি আপনার অর্ধাঙ্গীর হয়ে থাকে, তাহলে জানিয়ে কৌতূহল নিবৃত করুন।
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
250073
দ্য স্লেভ লিখেছেন : না, ওই বইটির লেখিকা আরেকজন,নূর আয়েশা সিদ্দীকা জেদ্দা থাকেন।
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:০৬
250090
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দ্য স্লেভ ঠিক বলেছেন!
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:৩০
250102
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই স্লেভ।

একটা কৌতূহল নিবৃত করুন। দি স্লেভ কেন আপনি?
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:৩৯
250104
গাজী সালাউদ্দিন লিখেছেন : অপেক্ষায় রইলাম এই আয়েশা অথবা আব্দুর রহিম এমনি একটি বই রচনা করবে। বই অন্য আয়েশা লিখেছে সত্য, কিন্তু প্রথম ঝটকায় আমার সব ভাললাগা গিয়ে পড়েছে এই আয়েশা আব্দুর রহিমের উপর।
১৫ মার্চ ২০১৫ রাত ১১:২০
250112
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তাইলে Love Struck আপনার প্রতিওও আমাদের ভালবাসা রহিলো।
309120
১৫ মার্চ ২০১৫ রাত ০৮:৫৮
হতভাগা লিখেছেন :
৩/ দু'জন মিলে যখন সংসার, কি আর করা দক্ষিণেই যাচ্ছি; ধন্ধ আর তর্ক বিতর্ক এড়াতে.....!


০ তার কথায় যদি দক্ষিনেই যান তাহলে দুজনে মিলে সংসার কিভাবে হয় ? এখানে একজন কমান্ড করে এবং আরেকজন তা পালন করে ।

সংসারে শান্তি আসে তখনই যখন একজন স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলে এবং তার কথা মত উঠ বস করে , যদিও শরিয়ত মোতাবেক স্ত্রীরই স্বামীর অনুগত হয়ে চলার কথা ।
১৫ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
250091
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি আশা করেছিলাম আমার ভারাক্রান্ত মনে একটু শান্তনার প্রলেপ!

আশা করেছিলাম আজকের ক্ষতির বিষয়ে সে উদ্যোগী হয়ে আমার সাথে আলোচনা করবে, আলোচনা করে আগামী দিনগুলোর জন্য সাবধান হবো দুজন দুজনার সংসার জীবনে....।

ভুল বুঝতে পারলে দুজনের মাঝে তিক্ততা দূর হয়ে যেত।
309135
১৫ মার্চ ২০১৫ রাত ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিজ্ঞতা!! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ মার্চ ২০১৫ রাত ১১:১৮
250111
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File