কোন দিকে যাচ্ছে! আমাদের শিক্ষাব্যবস্থা!!!

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৯ অক্টোবর, ২০১৪, ০১:০৭:৫১ দুপুর

প্রশ্ন পাশের ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে যাওয়ায়, সরকার পরিক্ষার পাস মার্ক 33 থেকে 40 নেওয়ার চেষ্টা করছে! 40 পাওয়া শহরের প্রশ্ন আউট করা শিক্ষার্থীদের জন্য কিছুই নয় ।

চাপটা আসে গ্রাম-বাংলার শিক্ষার্থীদের উপর ।

আজকে স্থানিয় বিদ্যালয়ের S.S.C (TEST) পরীক্ষার্থী একজন বলল, কেউ গণিত পাশ করবেনা । কারণ, নতুন সৃজনশীল গণিত বইটি শিক্ষকদের জন্যও নতুন । শিক্ষকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি । ভালো মানের কোনো প্রাইভেট শিক্ষক পাওয়া যাচ্ছে না ।

হয়তো, শেষ পর্যন্ত গ্রাম-বাংলার পোলাপাইনকে শহরের পোলাপাইনের মত প্রশ্ন আউট করার পথ খুজতে হবে!

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275967
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৮
দিশারি লিখেছেন : যাচ্ছে উন্নতির বহির্নোঙ্গরে Unlucky
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৫
220593
ভোলার পোলা লিখেছেন : Hmm tai to dekhci

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File