ঘুম ভাংঙ্গনোর গান

লিখেছেন লিখেছেন কেলিফোরনিয়া ১২ এপ্রিল, ২০১৪, ১০:২১:১৮ সকাল

অধরা স্বপ্ন মাগো অধরাই থেকে যায়।

শুরার কাপে চুমুক রেখে,তাঁরা আমার ধানি জমির উপর গনতন্ত্র ফলায়।

ঝুল বারান্দায় দুলে, দুলে গভীর টানে ধুঁয়া ছেরে

সাবর জন্য ডাল ভাত, আমার নেতার স্বপ্ন -সাদ।

এই বাঙলায় যুগে যুগে বর্গি এল,

নাঙ্গল জোয়াল কেরে নিল

হাতের ভেতর গুজে দিল বিভেদ গড়ার চাল।

লাল সবুজের দেশ টা নিয়ে, স্বপ্ন বুনা বুকের মাঝে

আর কত টা রক্ত দিলে, ভাইয়ের হাতে ভাই হারালে

আর কবে মা? বুজব মোরা

সবি ছিল বর্গি দেশের চাল।

বিষয়: সাহিত্য

১০৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206401
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৮
নূর আল আমিন লিখেছেন : সব দাদাবাবুদের চাল
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
155286
কেলিফোরনিয়া লিখেছেন : কলম যুদ্ধে স্বাগতম। আসুন দাদাদের এক সাথে রুখি।
206684
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
206689
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
কেলিফোরনিয়া লিখেছেন : অনেক ধন্যবাদ
207795
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : অপেক্ষার পালা শেষ হলে৷
208581
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৮
157276
কেলিফোরনিয়া লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান...।
209433
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২০
খামচি বাবা লিখেছেন : অসাধারন লিখেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File