প্রেমে পড়ার গল্প - শেষ পর্ব

লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৪ অক্টোবর, ২০১৪, ১১:৫৭:৪৫ সকাল

মাইগ্রেনের ব্যথাটা প্রচুর বাড়ছে। সারাদিন প্রচুর জার্নি করছি। প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছি। তারপর সম্পূর্ণ চট্টগ্রাম ঘুরছি। এছাড়াও প্রচুর গরম পড়ছে। তাই চোখ খুলে তাকাইতে পারতেছি না। তাই সন্ধ্যার দিকেই শুয়ে পড়ি।

রাত তখন ১২টা। হঠাৎ ঘুম ভেঙে যায়। মাথা তুলতে পারতেছি না। চিন্তা করলাম, যাই চোখে-মুখে পানি দিয়ে আসি। রুম থেকে বের হইছি আর দেখি দুপুরে যে মেয়েটার উপর ক্রাশ খাইছি সে ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে। :P পাশে তার ছোট বোন। আমি কিছুক্ষণ তার দিকে ভ্যাবলার মত তাকাই রইলাম। পরে চোখে পানি দিয়ে এসে আবার তার দিকে তাকায় ছিলাম। আমি অন্ধকার রুমে, সে আলোতে। তাই শুধু আমিই দেখতে পাচ্ছিলাম, সে পাচ্ছিলো না। আর তার মনোযোগ শুধু ল্যাপটপের দিকে। আমি ৬-৭মিনিট তার দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু একটু পরেই তার ছোট বোন দেখে ফেলে। -_- তাই ঘরে ফিরে আসি। :D

ঘরে গিয়ে মেয়েটার কথা চিন্তা করি। শুধু মেয়েটারই, অন্য কারো না। :P আর ভাবি, সে কেন আমার............ -_- পরে মেয়েটার কথা চিন্তা করতে করতে ঘুমায় যাই।

সকালে উঠে অনেক খুঁজছি। কিন্তু কোথাও সে নাই। :’( একটু পরেই বাসের টিকেট কনফার্ম করা ছিলো। তাই এসে পড়তে হয়। শেষ দেখাটাও পাই নাই।

পরে আমি মেয়েটাকে অনেক খুঁজছি। ফেসবুক, টুইটার, ইনষ্টাগ্রাম, যেসব জায়গায় আসতে পারে সব জায়গায় গেছি শুধু তাকে দেখার জন্য। কিন্তু পাই নাই। :’( ভাবছিলাম সেই প্রথম দেখাই শেষ দেখা হবে। -_-

কিন্তু মেয়েটা আমার ভাগ্যে ছিলো। অনেক দেরিতে হলেও তাকে আমি পাইছি। :D

প্রায় সারাদিনই কাটে তার কথা চিন্তা করে। সব কিছুতেই ঐ মেয়েটাকে খুঁজি।

একটা ভালো মুভি, ভালো গান তার সাথে মিলানোর চেষ্টা করি। এভাবেই দিন কাটতেছে। সবকিছু মিলে জীবন সুন্দর।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277793
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : আহারে Broken Heart Broken Heart Broken Heart
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
221857
অলীক সুখ লিখেছেন : :Thinking Applause Angel
277811
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫১
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৯
221858
অলীক সুখ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই। Applause Applause তবে আমার মনে হয় একটু বেশি প্রশংসা হয়ে গেছে। Winking
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৮
221861
মামুন লিখেছেন : আলহামুদুলিল্লাহ! যতটুকু আমার কাছে মনে হয়েছে, ততটুকুই আপনার জন্য টাইপরাইটার থেকে আল্লাহপাক বের করিয়েছেন।Happy Good Luck Good Luck
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৩
222584
অলীক সুখ লিখেছেন : Happy>- Happy>- :D/ :D/
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৭
222618
মামুন লিখেছেন : সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। তবে মানুষ তার কর্মকান্ডের জন্য এর কিছুটা পেয়ে থাকে। আমার হৃদয়ে যতটুকু ভালোলাগা জন্ম নিয়েছে, সেটা কি আপনি বুঝতে পারবেন?
278081
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
২৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৩
222586
অলীক সুখ লিখেছেন : ধন্যবাদ Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File