তারুণ্যের সাহসী ঠিকানা ইসলামী ছাত্রশিবির ! ------------- আদিপ্রম

লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ১২ জুন, ২০১৪, ০৪:২৫:৩৫ বিকাল

সন্ধ্যা বেলায় গিয়েছিলাম একটি রাজনৈতিক যুব সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের বাসায়।

ঘরোয়া পরিবেশে আলোচনা হচ্ছিলো, হঠাৎ করেই একটি ফুটফুটে শিশু ড্রইং রুমে ছুটে এলো, কাছে ডাকতেই লাজুক লাজুক ভঙ্গিতে তাকিয়ে রইলো, কিছুতেই আসবেনা।

ওমা তোমার প্যান্টটাতো ওনেক সুন্দর! দেখি দেখি!

এবার কাজ হলো, একছুটে চলে এলো।

কে কিনে দিয়েছে, তোমার আব্বু? না, আম্মু।

সুন্দর প্যান্ট, আমাকে দিবা?

এবার একটু সাহস পেলো, হাত মুষ্ঠি করে মিছিলের ভঙ্গিতে উপরের দিকে ঘুশি পাকিয়ে আধো আধো কন্ঠে স্লোগান ধরলো, “থিবির হরতাল,

থিবির হরতাল”।

কিছুদিন আগের একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো,

রাস্তা ঘাটে যেখানেই যাই, ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে বসে স্লোগান দিচ্ছে “কাদের মোল্লা, তুই লাজাকার, তুই লাজাকার”।

মাশাআল্লাহ, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, সরকারী সহায়তায় বিরাণী দিয়ে তৈরী কৃত্রিম আন্দোলন দীর্ঘস্থায়ী ফল বয়ে আনতে সক্ষম হয় নাই।

একটা সময় ছিলো বাংলাদেশের অধিকাংশ মানুষ জামায়াত-শিবির নামে দলের সাথে পরিচিত ছিলোনা, কিন্তু বর্তমান সময়ে শুধু মাত্র আওয়ামীলীগের মধ্যেই আমার জানা মতে ৪ জন এম্পি আছেন যারা ছাত্রজীবনে শিবিরের কর্মী ছিলেন,

বিএনপির মধ্যেও বেশ কয়েকজন সাবেক এম্পি আছেন যারা একসময় শিবিরের কর্মী ছিলেন।

নানাবিধ কারণে তারা সংগঠন থেকে ছিটকে পড়েছেন।

আমি আশাবাদী নই তারা এখন দলবল নিয়ে জামায়াতে যোগ দিবে, তবে এটুকু বিশ্বাস আছে অন্তত পক্ষে, দিলীপ বড়ুয়ার মতো ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা তারা তৈরী করবেনা, মতিয়া চৌধুরী কিংবা লতিফ সিদ্দিকীর মতো সংবিধান হতে ধর্মের কালো ছায়া মুছে দিতে চাইবেনা।

একটি গতিশীল ছাত্র সংগঠন হিসেবে ছাত্রশিবির যেভাবে তরুণ ছাত্র সমাজের মধ্যে গ্রহণ যোগ্যতা তৈরী করেছে তাতে এটাই প্রতীয়মান হয়, একটা সময় আসবে যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলে এমন কোনো সংসদ সদস্য থাকবেনা যে জীবনে কখনো শিবিরের দাওয়াত লাভ করেনাই।

স্বপ্ন দেখি, পরিবর্তিত পরিস্থিতীতে মায়ের কোলে শিশু আধো আধো কন্ঠে “থিবির হরতাল,

থিবির হরতাল”

স্লোগানের পরিবর্তে

“বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব,

শিবিরের বিপ্লব ইসলামী বিপ্লব”

স্লোগান দিচ্ছে।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234219
১২ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
পরবাসী লিখেছেন : থিবির হরতাল
গালি ভাংগ
মালকিন আবাবাদের গালি হলে পাও ধরে মাফ চা,

বিপ্লব বিপ্লব মুনাফিকি বিপ্লব
234269
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
ছিঁচকে চোর লিখেছেন : শিবিররা রগ কাটে। রাজশাহী বিশ্ব:তে রগ কেটে একাকার করে ফেলেছে। এদের দ্যাশ থেকে খেদাইয়া দেয়া দরকার।
234309
১২ জুন ২০১৪ রাত ০৮:৪০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : @পরবাসী আপনি কি হিন্দু না মুসলিম আমার জানা নাই। তবে মুনাফিক সমপর্কে বাংলার মানুষের কিছু ধারনা হয়ে গেছে । কিছু বলার পূর্বে ভেবে দেখুন আমি কোন পর্যায়ের লোক, আর কাকে কি বলছি, যাকে বলছি সে বা তারা কে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমি পড়েছি কখনো ? না কি না যেনে বলে গুনাহগার হচ্ছি।
234527
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
কুয়াশা লিখেছেন : কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে।
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File